রবিবার, ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ

বিগত ৫ বছরে নন-ক্যাডার পদে ৭,৪৪৭ জনকে নিয়োগের সুপারিশ করা হয়েছে: জনপ্রশাসন মন্ত্রী

বিগত ৫ বছরে নন-ক্যাডার পদে ৭,৪৪৭ জনকে নিয়োগের সুপারিশ করা হয়েছে: জনপ্রশাসন মন্ত্রী

পজিটিভ বিডি নিউজ ২৪ডট কম  (ঢাকা): জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন জানিয়েছেন, বিগত ৫ বছরে তিনটি বিসিএস পরীক্ষার মাধ্যমে নন-ক্যাডার পদে ৭ হাজার ৪৪৭ জনকে নিয়োগের সুপারিশ করা হয়েছে।
তিনি আজ সংসদে সরকারি দলের সদস্য নুরুন্নবী চৌধুরীর তারকা চিহ্নিত এক প্রশ্নের জবাবে জানান, বিগত ৪০, ৪১ ও ৪৩তম বিসিএস পরীক্ষার মাধ্যমে নন-ক্যাডার (নবম-১২তম গ্রেড) পদে ৭ হাজার ৪৪৭ জনকে নিয়োগের সুপারিশ করা হয়েছে।
মন্ত্রী বলেন, সরকারের নীতি নির্ধারণ পর্যায়ে সিদ্ধান্তের মাধ্যমে সরকারের প্রাতিষ্ঠানিক কলেবর বাড়ানোর সঙ্গে সঙ্গে বিভিন্ন মন্ত্রণালয়ে দফতর বা সংস্থার সংখ্যা বাড়লে পদ সংখ্যা বাড়ে এবং বাড়তি লোকবলের চাহিদা সৃষ্টি হয়। এর প্রেক্ষিতে বিভিন্ন বিসিএসে উত্তীর্ণদের চাকরি প্রাপ্তির সুযোগ বাড়তে পারে।

CATEGORIES
Share This

COMMENTS