শনিবার, ১১ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

অব্যাহত তাপদাহের কারণে অস্বস্থিভাব বিরাজমান থাকতে পারে

অব্যাহত তাপদাহের কারণে অস্বস্থিভাব বিরাজমান থাকতে পারে

পজিটিভ বিডি নিউজ ২৪ডট কম  (ঢাকা): আবহাওয়া অফিস জানিয়েছে, সারাদেশের ওপর দিয়ে বয়ে যাওয়া অব্যাহত তাপ প্রবাহ ও জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্থিভাব বিরাজমান  থাকতে পারে।
আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, চুয়াডাঙ্গা ও যশোর জেলার উপর দিয়ে অতি তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।
এতে আরও বলা হয়, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়োহাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে এবং সেই সাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে।
টাঙ্গাইল,বগুড়া,বাগেরহাট,যশোর ও কুষ্টিয়া জেলাসমূহের উপর দিয়ে তীব্র তাপ প্রবাহ বয়ে যাচ্ছে। মৌলভীবাজার,রাঙ্গামাটি,চাঁদপুর,নোয়াখালি,ফেনী ও বান্দরবান জেলা এবং রংপুর, ময়মনসিংহ ও বরিশাল বিভাগসহ ঢাকা,রাজশাহী ও খুলনা বিভাগের অবশিষ্টাংশের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরণের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।
এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তিভাব বিরাজমান থাকতে পারে।
আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।
আজ সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৬ শতাংশ। ঢাকায় গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গায় ৪২ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে ২১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
আজ ঢাকায় র্সূযাস্ত সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে এবং আগামীকাল ঢাকায় সূর্যোদয় ভোর ৫টা ২৬ মিনিটে।

CATEGORIES
Share This

COMMENTS