বৃহস্পতিবার, ৯ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

বড় সংগ্রহের পথে শ্রীলংকা

বড় সংগ্রহের পথে শ্রীলংকা

পজিটিভ বিডি নিউজ ২৪ডট কম (চট্রগ্রাম): বাংলাদেশের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের প্রথম ইনিংসে বড় সংগ্রহের পথে সফরকারী শ্রীলংকা। দ্বিতীয় দিনের মধ্যাহ্ন বিরতি পর্যন্ত ১১৮ ওভারে ৫ উইকেটে ৪১১ রান করেছে লংকানরা।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে প্রথম দিন শেষে লংকানদের সংগ্রহ ছিল  ৪ উইকেটে ৩১৪ রান।
আজ, দ্বিতীয় দিন প্রথম সেশনে ১ উইকেট হারিয়ে ৯৭ রান যোগ করেছে শ্রীলংকা। ৩৪ রান নিয়ে খেলতে নেমে স্পিনার সাকিব আল হাসানের শিকার হন ৫টি চার ও ২টি ছক্কায় ৫৯ রান করা দিনেশ চান্ডিমাল। পঞ্চম উইকেটে চান্ডিমাল-অধিনায়ক ধনঞ্জয়া ডি সিলভা ৮৬ রানের জুটি গড়েন।
ষষ্ঠ উইকেটে কামিন্দু মেন্ডিসের সাথে অবিচ্ছিন্ন ৩৬ রান যোগ করে মধ্যাহ্ন বিরতিতে যান ধনাঞ্জয়া। ১৫ রান নিয়ে শুরু করে ৭০ রানে অপরাজিত আছেন ধনাঞ্জয়া। ১০৮ বলের ইনিংসে ৬টি চার ও ২টি ছক্কা মারেন তিনি। ৩টি চারে ১৭ রানে অপরাজিত কামিন্দু।
বাংলাদেশের হাসান মাহমুদ ও সাকিব ২টি করে উইকেট নেন।

CATEGORIES
Share This

COMMENTS