শুক্রবার, ১০ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

আফগানিস্তানে তীব্র তুষার ও বৃষ্টিতে অন্তত ৬০ জনের প্রাণহানি

আফগানিস্তানে তীব্র তুষার ও বৃষ্টিতে অন্তত ৬০ জনের প্রাণহানি

পজিটিভ বিডি নিউজ ২৪ডট কম: আফগানিস্তানে গত তিন সপ্তাহে প্রবল বৃষ্টি ও তুষারে অন্তত ৬০ জন প্রাণ হারিয়েছে। দেশটির দুর্যোগ মন্ত্রণালয় বুধবার এ কথা জানিয়েছে।
মন্ত্রণালয়ের মুখপাত্র জানান সায়েক এক ভিডিও বার্তায় বলছেন, গত ২০ ফেব্রুয়ারি থেকে অস্বাভাবিক বরফ ও বৃষ্টির কারণে ৬০ জন মারা গেছে এবং আরো ২৩ জন আহত হয়েছে।
তিনি আরো বলেছেন, প্রায় এক হাজার ৬৪৫টি বাড়িঘর হয় আংশিক না  হয় পুরোই ধ্বংস হয়ে গেছে। এছাড়া প্রায় এক লাখ ৭৮ হাজার গবাদি পশু মারা গেছে।
মার্কিন সমর্থিত সরকারের পতন এবং তালেবানের ক্ষমতায় ফিরে আসার পর দরিদ্র এ দেশটিতে বিদেশী সাহায্য একেবারে কমে গেছে। ফলে দেশটির দুর্যোগ মোকাবেলার সক্ষমত্রাও হ্রাস পেয়েছে।
এদিকে গত অক্টোবরের ভয়াবহ ভূমিকম্পে লল্ডভন্ড পশ্চিমাঞ্চলীয় হেরাত প্রদেশে নতুন করে বিপর্যয় দেখা দিয়েছে। সোমবার সন্ধ্যা থেকে সেখানে প্রবল বৃষ্টির কারণে আকস্মিক বন্যা দেখা দিয়েছে।

CATEGORIES
Share This

COMMENTS