বৃহস্পতিবার, ৯ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

অস্ট্রেলিয়াকে সরিয়ে টেস্ট র‌্যাংকিংয়ের শীর্ষে ভারত

অস্ট্রেলিয়াকে সরিয়ে টেস্ট র‌্যাংকিংয়ের শীর্ষে ভারত

পজিটিভ বিডি নিউজ ২৪ডট কম: অস্ট্রেলিয়াকে হটিয়ে  আবারও আইসিসি টেস্ট র‌্যাংকিংয়ের শীর্ষে উঠলো ভারত। ফলে ক্রিকেটের তিন ফরম্যাটেই এখন শীর্ষে রয়েছে টিম ইন্ডিয়া।
গতকাল শেষ হওয়া ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ ৪-১ ব্যবধানে জিতে শীর্ষস্থান ফিরে পায় রোহিত শর্মার দল। ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগে র‌্যাংকিংয়ে দ্বিতীয়স্থানে ছিলো ভারত। হার দিয়ে সিরিজ শুরু করলেও শেষ চার ম্যাচে দুর্দান্ত জয়ের স্বাদ পায় টিম ইন্ডিয়া।
এ বছরের জানুয়ারির প্রথম সপ্তাহে দক্ষিণ আফ্রিকার মাটিতে দুই ম্যাচের টেস্ট সিরিজ ১-১ সমতায় শেষ করেছিলো ভারত। একই সময় তিন ম্যাচের টেস্ট সিরিজে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে ভারতকে সরিয়ে র‌্যাংকিংয়ে শীর্ষে উঠে অস্ট্রেলিয়া। এবার অসিদের সরিয়ে আবারও শীর্ষে উঠলো ভারত।
ক্রাইস্টচার্চে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের মধ্যকার চলমান টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচের ফল কোন প্রভাব ফেলবে না র‌্যাংকিংয়ে। ১২২ রেটিং নিয়ে শীর্ষেই থাকবে ভারত।
১১৭ রেটিং নিয়ে বর্তমানে দ্বিতীয়স্থানে আছে অস্ট্রেলিয়া। ১১১ রেটিং নিয়ে তৃতীয়স্থানে আছে ভারতের কাছে নাস্তানাবুদ হওয়া ইংল্যান্ড।
১২১ রেটিং নিয়ে ওয়ানডে এবং ২৬৬ রেটিং নিয়ে টি-টোয়েন্টিতে শীর্ষে আছে ভারত। ওয়ানডেতে ১১৮ রেটিং নিয়ে অস্ট্রেলিয়া এবং টি-টোয়েন্টিতে ২৫৬ রেটিং নিয়ে ইংল্যান্ড রয়েছে দ্বিতীয়স্থানে।

CATEGORIES
Share This

COMMENTS