বৃহস্পতিবার, ৯ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

হঠাৎ বিশ্বজুড়ে ‘লগ আউট’ ফেসবুক, কারণ কী?

হঠাৎ বিশ্বজুড়ে ‘লগ আউট’ ফেসবুক, কারণ কী?

পজিটিভ বিডি নিউজ ২৪ডট কম  (ঢাকা): বিশ্বজুড়ে হঠাৎ ব্যবহার করা যাচ্ছে না জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, মেসেঞ্জার ও ইনস্টাগ্রাম।

মঙ্গলবার রাত নয়টা ২৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। প্রযুক্তি ওয়েবসাইট ডাউন ডিটেক্টরও ফেসবুক ব্যবহারে সমস্যার কথা নিশ্চিত করেছে।

এদিন রাত নয়টার পরপর গ্রাহকদের মোবাইল ও কম্পিউটার ডিভাইস থেকে ফেসবুক ও মেসেঞ্জার ও ইন্সটাগ্রাম আইডি লগ আউট হয়ে যায়। বারবার চেষ্টা করেও কেউই ফেসবুক ও মেসেঞ্জারে লগ ইন করতে পারেননি।

জুরাইনের বাসিন্দা নারী উদ্যোক্তা আশা ঢাকা টাইমসকে বলেন, হঠাৎ করে আমার ফেসবুক আইডিটি লগ আউট হয়ে যায়। বার বার চেষ্টা করেও লগ ইন করা যাচ্ছে না।’

অন্যান্য মিডিয়া প্রতিষ্ঠানে কর্মরত গণমাধ্যম কর্মীরাও জানিয়েছেন তারা কেউ ফেসবুক ব্যবহার করতে পারছেন না।

ব্রিটিশ সংবাদ মাধ্যম এক প্রতিবেদনে জানিয়েছে, পুরো বিশ্বজুড়ে ফেসবুক ইনস্টাগ্রাম ব্যবহারে সমস্যা দেখা দিয়েছে। মেটার সার্ভারে ত্রুটির কারণে এমনটি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে ফেসবুকের মাদার কোম্পানি মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মার্ক জাকারবার্গ গ্রাহকদের কিছু সময় অপেক্ষো করতে বলেছেন। এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, ‘শান্ত থাকুন, শিগগির সব ঠিক হয়ে যাবে।’

CATEGORIES
Share This

COMMENTS