বৃহস্পতিবার, ৯ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

সরকার টেলিটক মোবাইল নেটওয়ার্কের উন্নয়ন ও সম্প্রসারণ করবে: জুনাইদ আহমেদ পলক

সরকার টেলিটক মোবাইল নেটওয়ার্কের উন্নয়ন ও সম্প্রসারণ করবে: জুনাইদ আহমেদ পলক

পজিটিভ বিডি নিউজ ২৪ডট কম  (ঢাকা): ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, সরকার সারা দেশে টেলিটক বাংলাদেশ লিমিটেডের নেটওয়ার্ক ব্যবস্থার উন্নয়ন ও উন্নতি ঘটাবে। এ লক্ষ্যে ইতিমধ্যে পদক্ষেপ নেওয়া হয়েছে।
জাতীয় পার্টির সদস্য এবিএম রুহুল আমিন হাওলাদারের তারকা চিহ্নিত এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, সরকারি মোবাইল কোম্পানি টেলিটক বাংলাদেশ লিমিটেডের বিটিএস সাইট টাওয়ারের সংখ্যা অন্যান্য বেসরকারি মোবাইল অপারেটরের তুলনায় কম এবং সে কারণে টেলিটকের নেটওয়ার্ক অন্যান্য মোবাইল অপারেটরগুলোর তুলনায় সমানভাবে পাওয়া যায় না।
তিনি বলেন, এই উদ্যোগের আওতায় ‘গ্রাম পর্যায়ে টেলিটক নেটওয়ার্ক সম্প্রসারণ এবং ফাইভ জি সেবা প্রদানে নেটওয়ার্ক আধুনিকায়ন’ প্রকল্পের আওতায় এখন ৩ হাজারটি নতুন বিটিএস সাইট (টাওয়ার) স্থাপনের কাজ বাস্তবায়ন করা হচ্ছে।
প্রতিমন্ত্রী আরো জানান, চট্টগ্রামের প্রত্যন্ত পার্বত্য অঞ্চল, হাওর ও অন্যান্য উপকূলীয় ও দ্বীপ এলাকায় আর্থিক সামাজিক দায়বদ্ধতা তহবিলের মাধ্যমে ৪২০টি নতুন বিটিএস সাইট (টাওয়ার) স্থাপনের কাজ চলছে।
তিনি জানান, এর পাশাপাশি ফোর জি মোবাইল নেটওয়ার্ক সার্ভিসের আওতায় ইউনিয়ন পর্যায়ে প্রায় ২ হাজার বিটিএস সাইট (টাওয়ার) নির্মাণ করা হবে।

CATEGORIES
Share This