রবিবার, ১২ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে স্মার্ট শিশু গড়ে তোলার উপর গুরুত্বারোপ মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রীর

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে স্মার্ট শিশু গড়ে তোলার উপর গুরুত্বারোপ মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রীর

পজিটিভ বিডি নিউজ ২৪ডট কম  (ঢাকা): মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী সিমিন হোসেন (রিমি) বলেছেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে স্মার্ট শিশু গড়ে তুলতে হবে। আমাদের নতুন করে ভাবতে হবে, তৈরি করতে হবে নতুন পথরেখা।
আজ রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে শিশুদের সমন্বিত ইসিডি সেবা প্রদানের লক্ষ্যে ২৭১ কোটি ৭২ লাখ টাকা ব্যয়ে ‘সমাজভিত্তিক সমন্বিত শিশু-যত্ন কেন্দ্রের মাধ্যমে শিশুদের প্রারম্ভিক বিকাশ ও সুরক্ষা এবং সাঁতার সুবিধা প্রদান প্রকল্পের ব্রিজিং লিডারশীপ ইনিশিয়েটিভের উদ্বোধনকালে এ কথা বলেন তিনি।
মন্ত্রণলায়ের সচিব নাজমা মোবারেকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনারগোস গ্লোবালের প্রতিষ্ঠাতা ও চেয়ার মিস. পেগি ডুলানি।
প্রতিমন্ত্রী বলেন, এ প্রকল্পের  মূল উদ্দেশ্য শিশুর প্রারম্ভিক বিকাশ, শিক্ষা এবং যতœ প্রদান নিশ্চিতকরণের মাধ্যমে শিশুর সার্বিক বিকাশ, নিরাপত্তা, সুরক্ষা এবং মৃত্যুঝুঁকি হ্রাস করা।
প্রতিমন্ত্রী আরো বলেন, এই প্রকল্পটি যেমন কমিউনিটি পর্যায়ে নারীদের কর্মসংস্থান গড়ে তুলবে তেমন শিশুদের মানসিক ও শারীরিক ভাবে গড়ে তুলতে সহয়তা করবে।
উল্লেখ্য, আইসিবিসি প্রকল্প থেকে দিনের সর্বোচ্চ ঝুঁকিপূর্ণ সময়ে ৫ বছরের নিচের বয়সী শিশুদের বিকাশ উপযোগী সেবা প্রদান; ১-৫ বছর বয়সী শিশুর জন্য কেন্দ্রভিত্তিক সমন্বিত ইসিসিডি সেবা প্রদান, ৬-১০ বছর বয়সী শিশুদের নিরাপদ সাঁতার শিক্ষা প্রদান, ইসিসিডি বিষয়ে কর্মরত বিভিন্ন সংস্থার সামর্থ বৃদ্ধি করা; শিশুর বিকাশ ও সুরক্ষার সর্বোত্তম পরিকল্পনা এবং সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ প্রদান করছে। সমাজভিত্তিক সমন্বিত শিশু-যতœ কেন্দ্রের মাধ্যমে শিশুদের প্রারম্ভিক বিকাশ ও সুরক্ষা এবং সাঁতার  প্রকল্পটি চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত বাস্তবায়িত হচ্ছে। এ প্রকল্পের প্রাক্কলিত ব্যয় ২’শ ৭১ কোটি ৮২ লাখ টাকা। এই প্রকল্পে বাংলাদেশ সরকার ২’শ ১৭ কোটি ৬১ লাখ টাকা এবং ইউনিসেফ ৫৪ কোটি ২১ টাকা ব্যয় করছে।

CATEGORIES
Share This

COMMENTS