সোমবার, ১৩ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

২৪ ঘন্টায় করোনায় মারা গেছেন একজন, নতুন শনাক্ত ৩৪

২৪ ঘন্টায় করোনায় মারা গেছেন একজন, নতুন শনাক্ত ৩৪

পজিটিভ বিডি নিউজ ২৪ডট কম  (ঢাকা): দেশে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একজন মারা গেছেন। একই সময়ে আক্রান্ত হয়েছেন ৩৪ জন।
এখন পর্যন্ত দেশে এ ভাইরাসে মৃত্যুবরণ করেছেন ২৯ হাজার ৪৮০ জন। করোনা শনাক্তের বিবেচনায় আজ মৃত্যুর হার ১ দশমিক ৪৪ শতাংশ।
আজ স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘন্টায় ৪৭৪ জনের নমুনা পরীক্ষায় ৩৪ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। গতকাল ২২৩ জনের নমুুনা পরীক্ষায় ১৩ জনের দেহে করোনা শনাক্ত হয়েছিল। গতকালের চেয়ে আজ ২১ জন বেশি শনাক্ত হয়েছেন।
দেশে গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ৫ দশমিক ৯২ শতাংশ। আগের দিন এই হার ছিল ৫ দশমিক ৮৩ শতাংশ। গতকালের চেয়ে আজ শনাক্তের হার দশমিক ৯ শতাংশ বেশি।
স্বাস্থ্য অধিদফতর জানায়, দেশে এ পর্যন্ত মোট ১ কোটি ৫৬ লাখ ৪০ হাজার ২২ জনের নমুনা পরীক্ষায় ২০ লাখ ৪৬ হাজার ৭৫৮ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। মোট পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ০৯ শতাংশ।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ১৮ জন। গতকাল সুস্থ হয়েছিলেন ১০ জন। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২০ লাখ ১৪ হাজার ১৭১ জন। আজ শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৮ দশমিক ৪১ শতাংশ।

CATEGORIES
Share This

COMMENTS