রবিবার, ১২ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

পারস্পরিক স্বার্থে বাংলাদেশের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করবে যুক্তরাষ্ট্র : হাস

পারস্পরিক স্বার্থে বাংলাদেশের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করবে যুক্তরাষ্ট্র : হাস

পজিটিভ বিডি নিউজ ২৪ডট কম  (ঢাকা): মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস বলেছেন, ওয়াশিংটন আগামী দিনে বাণিজ্য, জলবায়ু পরিবর্তন ও রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের নতুন সরকারের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করবে।
আজ নবনিযুক্ত পররাষ্ট্রমন্ত্রী ডা. হাছান মাহমুদের সাথে পিটার হাসের প্রথম বৈঠকের পর তিনি সাংবাদিকদের বলেন, ‘আগামী মাসগুলোতে আমাদের পারস্পরিক স্বার্থকে এগিয়ে নিতে (বাংলাদেশের সাথে) ঘনিষ্ঠভাবে কাজ করার জন্য আমি উন্মুখ।’
রাষ্ট্রদূত বলেন, যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ কীভাবে ভবিষ্যতে একসঙ্গে কাজ করবে সে বিষয়ে নতুন মন্ত্রীর সঙ্গে তার সূচনা বৈঠক হয়েছে।
তিনি বলেন, ‘আমরা বাংলাদেশ-মার্কিন সম্পর্কের ভবিষ্যত ও কীভাবে আমরা পারস্পরিক গুরুত্বপূর্ণ বিষয়- যেমন ব্যবসার সুযোগ সম্প্রসারণ ও রোহিঙ্গাদের বিষয়ে একসঙ্গে কাজ করার ব্যাপারে কথা বলেছি।’

CATEGORIES
Share This

COMMENTS