সোমবার, ১৩ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

মানসম্পন্ন শিক্ষা ও গবেষণার লক্ষ্যে পদক্ষেপ নিতে ইউজিসি’র প্রতি শিক্ষামন্ত্রীর আহবান

মানসম্পন্ন শিক্ষা ও গবেষণার লক্ষ্যে পদক্ষেপ নিতে ইউজিসি’র প্রতি শিক্ষামন্ত্রীর আহবান

পজিটিভ বিডি নিউজ ২৪ডট কম  (ঢাকা): শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী দেশে মানসম্পন্ন শিক্ষা ও গবেষণা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে (ইউজিসি) কার্যকর পদক্ষেপ গ্রহণ করার আহবান জানিয়েছেন।
আজ সোমবার (১৫ জানুয়ারি) শিক্ষামন্ত্রীর সাথে ইউজিসি কর্তৃপক্ষের এক সৌজন্য সাক্ষাতে তিনি এ আহবান জানান ।
তিনি বলেন, নতুন বিশ্ববিদ্যালয়ে শিক্ষা কার্যক্রম শুরুর পূর্বে প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ, ল্যাব সুবিধা চালু ও দক্ষ জনবল নিয়োগের দিকে নজর দিতে হবে।
ইউজিসি চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. মুহাম্মদ আলমগীরের নেতৃত্বে ৫ সদস্যের একটি প্রতিনিধি দল আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে শিক্ষামন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
ইউজিসি সদস্য প্রফেসর ড. মো. সাজ্জাদ হোসেন, প্রফেসর ড. বিশ্বজিৎ চন্দ, প্রফেসর ড. হাসিনা খান, সচিব ড. ফেরদৌস জামান উপস্থিত ছিলেন।
শিক্ষামন্ত্রী মহিবুল হাসান যুগের চাহিদা ও বাস্তবতার নিরিখে দেশের বিশ্ববিদ্যালয়সমূহে বিভাগ খোলার পরামর্শ দেন।
সাক্ষাতে প্রফেসর আলমগীর দেশের উচ্চশিক্ষার বিভিন্ন বিষয় তুলে ধরেন।

CATEGORIES
Share This

COMMENTS