সোমবার, ১৩ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

বিরামপুরের হাবিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই উৎসব

বিরামপুরের হাবিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই উৎসব

আব্দুর রাজ্জাক, বিশেষ প্রতিনিধি– বছরের পহেলা দিনে কোমলমতি শিশুরা নতুন বই হাতে পেয়ে আনন্দে উচ্ছ্বাসিত। মাননীয় প্রধানমন্ত্রীর যুগান্তকারী পদক্ষেপ হিসেবে বছরের প্রথম দিনে জাতীয় পাঠ্যপুস্তকের ‘বই উৎসব’ সারাদেশের ন্যায় বিরামপুর উপজেলার হাবিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিপুল উৎসাহ উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে ১ জানুয়ারি ২০২৪ ইং সোমবার বেলা ১১ টায় বিদ্যালয় প্রাঙ্গণে ক্ষুদে ছাত্র-ছাত্রীদের মাঝে বিনামূল্যে বই বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি ও দিনাজপুর দক্ষিণাঞ্চল উন্নয়ন (দিদউফ) এর সাধারণ সম্পাদক লায়ন মোঃ মোজাম্মেল হক। শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক রওশন আরা বেগম, সহকারী শিক্ষক মল্লিকা বানু, নাজমুন্নাহার বেগম, ওয়াহিদা ফারহানা, ফারাজানা ববি, মৌসুমী খাতুন সহ শিক্ষার্থীদের অবিভাবকবৃন্দ।

বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি লায়ন মোঃ মোজাম্মেল হক বলেন, ‘ যে জাতি যত শিক্ষিত, সে জাতি তত উন্নত’ একারণে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার যুগান্তকারী পদক্ষেপ বিনামূল্যে বই উৎসব এর জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।

CATEGORIES
Share This