শুক্রবার, ১০ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

হজযাত্রী নিবন্ধনের সময় বেড়েছে

হজযাত্রী নিবন্ধনের সময় বেড়েছে

পজিটিভ বিডি ২৪ডট নিউজ (ঢাকা): হজযাত্রী নিবন্ধনের সময় ১৮ জানুয়ারি পর্যন্ত বেড়েছে। এ সময়ের মধ্যে ২ লাখ ৫ হাজার টাকা জমা দিয়ে প্রাথমিক নিবন্ধন/প্যাকেজের সম্পূর্ণ অর্থ পরিশোধ করে চূড়ান্ত নিবন্ধন করা যাবে।
আজ বৃহস্পতিবার বিকেলে ধর্ম মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মুহা. আবু তাহির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রাথমিক নিবন্ধন করার পর ২৯ ফেব্রুয়ারির মধ্যে আবশ্যিকভাবে প্যাকেজের অবশিষ্ট মূল্য জমার মাধ্যমে চূড়ান্ত নিবন্ধন নিশ্চিত করতে হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী, ২ হাজার ৯৫২ জন সরকারিভাবে এবং ২২ হাজার ৯৬১ জন বেসরকারিভাবে নিবন্ধিত হয়েছেন।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী বছরের ১৬ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হবে। আগামী বছরেও দেশের এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ করতে পারবেন।

CATEGORIES
Share This

COMMENTS