শুক্রবার, ১০ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

বাংলাদেশ ও ভারত নৌসচিব পর্যায়ের সভা আগামীকাল

বাংলাদেশ ও ভারত নৌসচিব পর্যায়ের সভা আগামীকাল

পজিটিভ বিডি ২৪ডট নিউজ (ঢাকা): বাংলাদেশ ও ভারত নৌসচিব পর্যায়ের সভা আগামীকাল মঙ্গলবার অনুষ্ঠিত হবে। এর মধ্যে ১৯ ডিসেম্বর হবে প্রটোকল অন ইনল্যান্ড ওয়াটার ট্রানজিট এন্ড ট্রেড (পিআইডব্লিউটিএন্ডটি) এর অধীন স্ট্যান্ডিং কমিটি ও ইন্টার গভার্ণমেন্টাল কমিটির আইজিসি সভা এবং ২০ ডিসেম্বর নৌসচিব পর্যায়ের সভা অনুষ্ঠিত হবে।
রাজধানী ঢাকার স্থানীয় এক হোটেলে অনুষ্ঠিত হবে দু’দিনের এ সভা। নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোস্তফা কামাল এবং ভারতের পোর্টস, শিপিং এন্ড ওয়াটারওয়েজ মন্ত্রণালয়ের সচিব টি কে রমাচন্দ্রন নিজ নিজ দেশের পক্ষে নেতৃত্ব দেবেন।
বাংলাদেশের পক্ষে সভাসমূহে অংশগ্রহণের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়, দপ্তর সংস্থার প্রতিনিধিদের সমন্বয়ে ৩১ সদস্য বিশিষ্ট প্রতিনিধিদল গঠন করা হয়েছে। ভারত ইতোমধ্যে উক্ত সভায় অংশগ্রহণের জন্য ২৩ সদস্য বিশিষ্ট প্রতিনিধিদলের তালিকা দিয়েছে।

CATEGORIES
Share This

COMMENTS