সোমবার, ১৩ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

প্রশাসনের ঊর্ধ্বতন আট কর্মকর্তা প্রত্যাহার ও তিন ওসি বদলির নির্দেশ ইসির

প্রশাসনের ঊর্ধ্বতন আট কর্মকর্তা প্রত্যাহার ও তিন ওসি বদলির নির্দেশ ইসির

পজিটিভ বিডি ২৪ডট নিউজ (ঢাকা): দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠানের লক্ষ্যে দুইজন পুলিশ কমিশনার, একজন জেলা প্রশাসক, পাঁচজন পুলিশ সুপারকে (এসপি) প্রত্যাহার ও তিনজন ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বদলির নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
নির্বাচন কমিশন সচিবালয়ের সহকারী পরিচালক (জনসংযোগ) মো. আশাদুল হক স্বাক্ষরিত আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে।
ইসির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ‘দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠানের লক্ষ্যে পুলিশ কমিশনার, বরিশাল মেট্রোপলিটন পুলিশ; পুলিশ কমিশনার, সিলেট মেট্রোপলিটন পুলিশ; জেলা প্রশাসক, ব্রাহ্মণবাড়ীয়া; পুলিশ সুপার, হবিগঞ্জ; পুলিশ সুপার, পিরোজপুর; পুলিশ সুপার, নোয়াখালী; পুলিশ সুপার, সাতক্ষীরা; এবং মেহেরপুররে পুলিশ সুপারকে তাদের নিজ নিজ কর্মস্থল থেকে প্রত্যাহারের জন্য কমিশন সিদ্ধান্ত প্রদান করেছেন।’
একইসাথে তাদের স্থলে অভিজ্ঞ ও যোগ্য কর্মকর্তাদের পদায়নের প্রস্তাব নির্বাচন কমিশনে পাঠানোর জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে চিঠি দেয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এছাড়া, মানিকগঞ্জ সদর, মানিকগঞ্জের সিংগাইর ও গাজীপুরের শ্রীপুরের ভারপ্রাপ্ত কর্মকর্তাকে জেলার বাইরে বদলির প্রস্তাব নির্বাচন কমিশনে পাঠানোর জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিবকে চিঠি দেয়া হয়েছে।

CATEGORIES
Share This

COMMENTS