শনিবার, ১১ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

জাসদ মনোনীত ৭৯ জন প্রার্থী বৈধ প্রার্থী হিসাবে ঘোষিত

জাসদ মনোনীত ৭৯ জন প্রার্থী বৈধ প্রার্থী হিসাবে ঘোষিত

পজিটিভ বিডি ২৪ডট নিউজ (ঢাকা): দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) মনোনীত ৭৯ জন প্রার্থী বৈধ প্রার্থী হিসাবে ঘোষিত হয়েছেন। দলটি এরআগে ৯১ জনকে দলীয় প্রার্থী হিসাবে মনোনয়ন দিয়েছিল। সামান্য ত্রুটিবিচ্যুতির কারণে ১২ জনের প্রার্থীতা বাতিল হয়েছে। তবে, তারা সকলেই নির্বাচন কমিশনে প্রার্থীতা পুনর্বহালের জন্য আপিল করবেন বলে আজ জাসদের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
জাসদের প্রার্থী তালিকা নিম্নরূপ:
১। ১ পঞ্চগড়-১ (ক.পঞ্চগড় সদর, খ.তেতুলিয়া এবং গ.আটোয়ারী উপজেলা) মো: ফারুক আহম্মদ, ২। ১১ দিনাজপুর-৬ (ক.নবাবগঞ্জ, খ.বিরামপুর, গ.হাকিমপুর এবং ঘ.ঘোড়াঘাট উপজেলা) শাহ আলম বিশ্বাস, ৩। ০১৪ নীলফামারী-৩ (জলঢাকা উপজেলা) অধ্যাপক আজিজুল ইসলাম, ৪। ১৫ নীলফামারী-৪ (ক.সৈয়দপুর উপজেলা এবং খ.কিশোরগঞ্জ উপজেলা) মো:আজিজুল হক, ৫। ০১৬, লালমনিরহাট-১ (ক.পাটগ্রাম উপজেলা এবং খ.হাতীবান্ধা উপজেলা) ডা. হাবিব  মো: ফারুক, ৬। ১৮ লালমনিরহাট-৩ (লালমনিরহাট সদর উপজেলা) আজমুল হক পুতুল, ৭। ০২১ রংপুর-৩ (ক.রংপুর সদর উপজেলা এবং খ.রংপুর সিটি কর্পোরেশনের ওয়ার্ড নম্বর-১, ২, ৩, ৪, ৫, ৬, ৭ ও ৮ ব্যতীত রংপুর সিটি কর্পোরেশন) সাহীদুল ইসলাম, ৮। ০২৯ গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ উপজেলা) মো: গোলাম আহসান হাবিব মাসুদ, ৯। ৩০ গাইবান্ধা-২ (গাইবান্ধা সদর উপজেলা) গোলাম মারুফ মনা, ১০। ৩৪ জয়পুরহাট-১ (ক.জয়পুরহাট সদর উপজেলা এবং খ.পাঁচবিবি উপজেলা) আবুল খায়ের মো: শাখাওয়াত হোসেন, ১১। ৩৫ জয়পুরহাট-২ (ক.আক্কেলপুর উপজেলা, খ.ক্ষেতলাল এবং গ.কালাই উপজেলা) আবুল খায়ের মো: শাখাওয়াত হোসেন, ১২। ৩৬ বগুড়া-১ (ক.সারিয়াকান্দি উপজেলা এবং খ.সোনাতলা উপজেলা) এড. হাসান আকবর আফজল হারুন, ১৩। ৩৮ বগুড়া-৩ (ক.আদমদীঘি উপজেলা এবং খ.দুপচাঁচিয়া উপজেলা) আব্দুল মালেক সরকার, ১৪। ৩৯ বগুড়া-৪ (ক.কাহালু উপজেলা এবং খ.নন্দীগ্রাম উপজেলা) এ কে এম রেজাউল করিম তানসেন, ১৫। ৪০ বগুড়া-৫ (ক.শেরপুর উপজেলা এবং খ.ধুনট উপজেলা) রাসেল মাহমুদ, ১৬। ৪২ বগুড়া-৭ (ক.গাবতলী উপজেলা এবং খ.শাজাহানপুর উপজেলা) মোঃ আব্দুর রাজ্জাক, ১৭। ৫০ নওগাঁ-৫ (নওগাঁ সদর উপজেলা) এস এম আজাদ হোসেন মুরাদ, ১৮। ৫৩ রাজশাহী-২ (রাজশাহী সিটি কর্পোরেশনভুক্ত এলাকা) আব্দুল্লাহ আল মাসুদ শিবলী, ১৯। ৫৭ রাজশাহী-৬ (ক.চারঘাট উপজেলা এবং খ.বাঘা উপজেলা) জুলফিকার মান্নান জামী, ২০। ৫৯ নাটোর-২ (ক.নাটোর সদর উপজেলা ও খ.নলডাংগা উপজেলা) মো: শরিফুল ইসলাম (বাবু), ২১। ৬২ সিরাজগঞ্জ-১ (ক.কাজিপুর উপজেলা এবং খ.সিরাজগঞ্জ সদর উপজেলার নিম্নলিখিত ইউনিয়নসমূহ:-১.মেছড়া, ২.রতনকান্দি ৩.বাগবাটি ৪.ছোনগাছা ও ৫.বহুলী) সাইফুল ইসলাম, ২২। ৬৫ সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া উপজেলা) মোস্তফা কামাল বকুল, ২৩। ৬৭ সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর উপজেলা) মোজাম্মেল হক, ২৪। ৬৮ পাবনা-১ (ক.সাঁথিয়া উপজেলা এবং খ.বেড়া উপজেলার নিম্নলিখিত এলাকাসমূহ:-১. বেড়া পৌরসভা ২. হাটুরিয়া নাকালিয়া ইউনিয়ন ৩.নতুন ভারেংগা ইউনিয়ন ৪. চাকলা ইউনিয়ন ও ৫. কৈটোলা ইউনিয়ন) শেখ আনিসুজ্জামান, ২৫। ৬৯ পাবনা-২ (ক.সুজানগর উপজেলা এবং খ.নিম্নলিখিত এলাকাসমূহ ব্যতীত বেড়া উপজেলা: ১.বেড়া পৌরসভা ২.হাটুরিয়া নাকালিয়া ইউনিয়ন ৩.নতুন ভারেংগা ইউনিয়ন ৪.চাকলা ইউনিয়ন ও ৫.কৈটোলা ইউনিয়ন) মোছা: পারভীন খাতুন, ২৬। ৭০ পাবনা-৩ (ক.চাটমোহর উপজেলা, খ.ভাংগুড়া উপজেলা এবং গ.ফরিদপুর উপজেলা) মো: আবুল বাশার শেখ, ২৭। ৭১ পাবনা-৪ (ক.আটঘরিয়া উপজেলা এবং খ.ঈশ্বরদী উপজেলা) মো: আব্দুল খালেক, ২৮। ৭৫ কুষ্টিয়া-১ (দৌলতপুর সদর উপজেলা) শরিফুল কবির স্বপন, ২৯। ৭৬ কুষ্টিয়া-২ (ক.ভেড়ামারা উপজেলা এবং খ.মিরপুর উপজেলা) হাসানুল হক ইনু, ৩০। ৭৭ কুষ্টিয়া-৩  (কুষ্টিয়া সদর উপজেলা) গোলাম মোহসীন, ৩১। ৮০ চুয়াডাঙ্গা-২ (ক.দামুড়হুদা উপজেলা খ.জীবননগর উপজেলা এবং গ. চুয়াডাঙ্গা সদর উপজেলার নিম্নলিখিত ইউনিয়নসমূহ:- ১. তিতুদহ ২. বেগমপুর ৩. নেহালপুর ও ৪. গড়াইটুপি) দেওয়ান মোঃ ইয়াছিন উল্লাহ, ৩২। ০৮২ ঝিনাইদহ-২ (ক.নিম্নলিখিত ইউনিয়নসমূহ ব্যতীত ঝিনাইদহ সদর উপজেলা:- ১.নলডাঙ্গা ২.ঘোড়াশাল ৩.ফুরসুন্দি ও ৪.মহারাজপুর এবং খ.হরিণাকুন্ডু উপজেলা) ফজলুল করিম গামা, ৩৩। ০৯৭ বাগেরহাট-৩ ( ক.রামপাল উপজেলা এবং খ.মোংলা উপজেলা) শেখ নুরুজ্জামান মাসুম, ৩৪। ১০৫ সাতক্ষীরা-১ (ক.কলারোয়া উপজেলা এবং খ.তালা উপজেলা) শেখ মোঃ ওবায়েদুস সুলতান বাবলু, ৩৫। ১১১ পটুয়াখালী-১ (ক.পটুয়াখালী সদর, খ.মীর্জাগঞ্জ এবং গ.দুমকি উপজেলা) কে এম আনোয়ারুজ্জামান মিয়া (চুন্নু), ৩৬। ১১৪ পটুয়াখালী-৪ (ক.কলাপাড়া উপজেলা এবং খ.রাঙ্গাবালী উপজেলা) বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, ৩৭। ১১৫ ভোলা-১ (ভোলা সদর উপজেলা) বীরমুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান, ৩৮। ১২৪ বরিশাল-৬ (বাকেরগঞ্জ উপজেলা) মোহম্মদ মোহসীন, ৩৯। ১২৭ পিরোজপুর-১ (ক.পিরোজপুর সদর উপজেলা, খ.নাজিরপুর উপজেলা এবং গ.ইন্দুরকানী উপজেলা) সাইদুল ইসলাম ডালিম, ৪০। ১৩৬ টাঙ্গাইল-৭ (মির্জাপুর উপজেলা) মোঃ মঞ্জুর রহমান মজনু, ৪১। ১৪৪ শেরপুর-২ (ক.নকলা উপজেলা এবং খ.নালিতাবাড়ী উপজেলা) লাল মো: শাহজাহান কিবরিয়া, ৪২। ১৪৭ ময়মনসিংহ-২ (ক.ফুলপুর উপজেলা এবং খ.তারাকান্দা উপজেলা) এড. শিব্বির আহমেদ লিটন, ৪৩। ১৪৯ ময়মনসিংহ-৪ (ক.ময়মনসিংহ সিটি কর্পোরেশনভুক্ত এলাকা এবং খ.ময়মনসিংহ সদর) এড. নজরুল ইসলাম চুন্নু, ৪৪। ১৫০ ময়মনসিংহ-৫ (মুক্তাগাছা উপজেলা) মোঃ শামসুল আলম খান সাংবাদিক, ৪৫। ১৫১ ময়মনসিংহ-৬ (ফুলবাড়ীয়া উপজেলা) সৈয়দ শফিকুল ইসলাম মিন্টু, ৪৬। ১৫২ ময়মনসিংহ-৭ (ত্রিশাল উপজেলা) রতন সরকার, ৪৭। ১৫৪ ময়মনসিংহ-৯ (নান্দাইল উপজেলা) এড. গিয়াস উদ্দিন, ৪৮। ১৫৬ ময়মনসিংহ-১১ (ভালুকা উপজেলা) এড. সাদিক হোসেন, ৪৯। ১৬০ নেত্রকোণা-৪ (ক.মোহনগঞ্জ উপজেলা খ.মদন উপজেলা এবং গ.খালিয়াজুরী উপজেলা) মো: মসফিকুর রহমান, ৫০। ১৬৮ মানিকগঞ্জ-১ (ক.দৌলতপুর, খ.ঘিওর এবং গ.শিবালয় উপজেলা) আফজাল হোসেন খান জকি, ৫১। ১৬৯ মানিকগঞ্জ-২ (ক.সিঙ্গাইর, খ.হরিরামপুর এবং গ.মানিকগঞ্জ সদরের হাটিপাড়া, ভাড়ারিয়া ও পুটাইল ইউনিয়নসমূহ) মো: রফিকুল ইসলাম সিদ্দিকী, ৫২। ১৭০ মানিকগঞ্জ-৩ (ক.হাটিপাড়া, ভাড়ারিয়া ও পুটাইল ইউনিয়নসমূহ ব্যতীত মানিকগঞ্জ সদর উপজেলা এবং খ.সাটুরিয়া উপজেলা) সৈয়দ সারোয়ার আলম চৌধুরী, ৫৩। ১৮২ ঢাকা-৯ (ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ওয়ার্ড নম্বর-১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৭১, ৭২, ৭৩, ৭৪ ও ৭৫) এড. নীলঞ্জনা রিফাত (সুরভী), ৫৪। ১৮৭ ঢাকা-১৪ (ক.ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ওয়ার্ড নম্বর-০৭, ০৮, ০৯, ১০, ১১, ১২ এবং খ.সাভার উপজেলার কাউন্দিয়া ইউনিয়ন) এড. মো: আবু হানিফ, ৫৫। ১৮৮ ঢাকা-১৫ (ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ওয়ার্ড নম্বর-৪, ১৩, ১৪ ও ১৬) মুহাম্মদ সামছুল ইসলাম সুমন, ৫৬। ১৯৬ গাজীপুর-৩ (ক.শ্রীপুর উপজেলা এবং খ.গাজীপুর সদর উপজেলার মির্জাপুর, ভাউয়াল গড় ও পিরুজালী ইউনিয়ন) জহিরুল হক মন্ডল বাচ্চু, ৫৭। ১৯৮ গাজীপুর-৫ (ক.কালীগঞ্জ উপজেলা, খ.গাজীপুর সিটি কর্পোরেশনের ৪০, ৪১ ও ৪২ নং ওয়ার্ড এবং গ.গাজীপুর সদর উপজেলার বাড়িয়া ইউনিয়ন) মোহাম্মদ তারিকুল ইসলাম আকন্দ (লিটন), ৫৮। ২০০ নরসিংদী-২ (ক.পলাশ উপজেলা এবং খ.নরসিংদী সদর উপজেলার নিম্নবর্ণিত ইউনিয়নসমূহ: ১.আমদিয়া, ২.পাঁচদোনা ও ৩.মেহেরপাড়া) জায়েদুল কবির, ৫৯। ২০৩ নরসিংদী-৫ (রায়পুরা উপজেলা) মো: মাহফুজুর রহমান (রাহাত), ৬০। ২০৭ নারায়ণগঞ্জ-৪ (ক.নিম্নলিখিত ইউনিয়ন ব্যতীত নারায়ণগঞ্জ সদর উপজেলা:- ১.আলীরটেক ২.গোগনগর এবং খ.নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ওয়ার্ড নম্বর-০১, ০২, ০৩, ০৪, ০৫, ০৬, ০৭, ০৮, ০৯ ও ১০) মো: সৈয়দ হোসেন, ৬১। ২১০ রাজবাড়ী-২ (ক.পাংশা, খ.কালুখালী এবং গ.বালিয়াকান্দি উপজেলা) আব্দুল মতিন মিয়া, ৬২। ২২২ শরীয়তপুর-২ (ক.নড়িয়া উপজেলা এবং খ.সখিপুর থানা, উপজেলা-ভেদরগঞ্জ) মোঃ ফিরোজ মিয়া (ফিরোজ শাহী), ৬৩। ২২৭ সুনামগঞ্জ-৪ (ক.সুনামগঞ্জ সদর উপজেলা এবং খ.বিশ্বম্ভরপুর উপজেলা) আবু তাহের মোঃ রুহুল আমিন (তুহীন), ৬৪। ২৩৬ মৌলভীবাজার-২ (কুলাউড়া উপজেলা) এড. বদরুল হোসেন ইকবাল, ৬৫। ২৩৭ মৌলভীবাজার-৩ (ক.মৌলভীবাজার সদর উপজেলা এবং খ.রাজনগর উপজেলা) আব্দুল মোসাব্বির, ৬৬। ২৪৫ ব্রাহ্মণবাড়িয়া-৩ (ক.ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা এবং খ.বিজয়নগর উপজেলা) মো: আব্দুর রহমান খান (ওমর), ৬৭। ২৪৭ ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর উপজেলা) এড. আখতার হোসেন সাঈদ, ৬৮। ২৬০ চাঁদপুর-১ (কচুয়া উপজেলা) মো: সাইফুল ইসলাম সোহেল, ৬৯। ২৬১ চাঁদপুর-২ (ক.মতলব (উত্তর) উপজেলা এবং খ.মতলব (দক্ষিণ) উপজেলা) মো: হাছান আলী সিকদার, ৭০। ২৬৫ ফেনী-১ (ক.পরশুরাম খ.ছাগলনাইয়া এবং গ.ফুলগাজী উপজেলা) শিরীন আখতার, ৭১। ২৬৮ নোয়াখালী-১ (ক.চাটখিল উপজেলা এবং খ.নিম্নলিখিত ইউনিয়নসমূহ ব্যতীত সোনাইমুড়ী উপজেলা:- ১.বারগাঁও, ২.নাটেশ্বর, ৩.অম্বর নগর ও ৪.বজরা) প্রকৌশলী হারুন অর রশিদ সুমন, ৭২। ২৬৯ নোয়াখালী-২ (ক.সেনবাগ উপজেলা এবং খ.সোনাইমুড়ী উপজেলার নিম্নলিখিত ইউনিয়নসমূহ:- ১.বারগাঁও, ২.নাটেশ্বর, ৩.অম্বর নগর ও ৪.বজরা) নইমুল আহসান জুয়েল, ৭৩। ২৭২ নোয়াখালী-৫ (ক.কোম্পানীগঞ্জ উপজেলা এবং খ.কবিরহাট উপজেলা) মোহাম্মদ মোকসুদের রহমান মানিক, ৭৪। ২৭৫ লক্ষ্মীপুর-২ (ক.রায়পুর উপজেলা এবং খ.লক্ষ্মীপুর সদর উপজেলার নিম্নলিখিত ইউনিয়নসমূহ:- ১.উত্তর হামছাদী, ২.দক্ষিণ হামছাদী, ৩.দালাল বাজার, ৪.চর রুহিতা, ৫.পার্বতী নগর, ৬.শাকচর, ৭.টুমচর, ৮.চর রমনীমোহন ও ৯.বশিকপুর) আমির হোসেন মোল্লা, ৭৫। ২৭৭ লক্ষ্মীপুর-৪ (ক.রামগতি উপজেলা এবং খ.কমলনগর উপজেলা) মোশারফ হোসেন, ৭৬। ২৮০ চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ উপজেলা) নুরুল আখতার, ৭৭। ২৮৭ চট্টগ্রাম-১০ (চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ওয়ার্ড নম্বর-৮, ১১, ১২, ১৩, ১৪, ২৪, ২৫ ও ২৬) আনিসুর রহমান, ৭৮। ২৮৮ চট্টগ্রাম-১১ (চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ওয়ার্ড নম্বর-২৭, ২৮, ২৯, ৩০, ৩৬, ৩৭, ৩৮, ৩৯, ৪০ ও ৪১) মোঃ জসিম উদ্দিন, ৭৯। ২৯৩ চট্টগ্রাম-১৬ (বাঁশখালী উপজেলা) কামাল মোস্তফা চৌধুরী।

CATEGORIES
Share This

COMMENTS