বুধবার, ৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

নির্বাচন নিয়ে কোন চ্যালেঞ্জ নেই : হানিফ

নির্বাচন নিয়ে কোন চ্যালেঞ্জ নেই : হানিফ

পজিটিভ বিডি ২৪ডট নিউজ (কুষ্টিয়া): আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, সাধারণ দৃষ্টিতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পেছানো বা আর পুনর্বিবেচনার কোন সুযোগ নেই। এই ভোট নিয়ে কোন চ্যালেঞ্জ নেই।
আজ বৃহস্পতিবার বেলা ১২টায় কুষ্টিয়ায় জেলা রিটানিং কর্মকর্তার কার্যালয়ে নিজের মনোনয়নপত্র জমা দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
মাহবুব উল আলম হানিফ বলেন, সাধারণ মানুষের উৎসাহ, উৎসব-আমেজে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন হতে যাচ্ছে।
মনোনয়ন পত্র জমা দেয়ার শেষ দিনে কুষ্টিয়ায় জেলা রিটানিং কর্মকর্তার কাছে কুষ্টিয়া-৩ সদর আসন থেকে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন হানিফ।
একই সাথে কুষ্টিয়া-৪ কুমারখালী-খোকসা আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ তার মনোনয়নপত্র জমা দেন। জেলা প্রশাসক ও জেলা রিটানিং কর্মকর্তা এহেতেশাম রেজা মনোনয়নপত্র গ্রহন করেন।
এর আগে কুষ্টিয়া জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন কুষ্টিয়া সদর আসনের দলীয় মনোনয়নপত্র জমা দেন।

CATEGORIES
Share This

COMMENTS