বুধবার, ১৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

রাজধানীর বিজয়নগরে বাসে আগুন

রাজধানীর বিজয়নগরে বাসে আগুন

পজিটিভ বিডি ২৪ডট নিউজ (ঢাকা): রাজধানীর বিজয়নগরে আজমেরি পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস।
বিএনপির ও সমমনা দলগুলোর ষষ্ঠ দফায় ৪৮ ঘণ্টার অবরোধের দ্বিতীয় দিনে আজ দুপুরে রাজধানীর পল্টন এলাকার বিজয়নগরে ‘আজমেরী’ পরিবহনের বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার দুপুর ১২টা ৫৩ মিনিটে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট আগুন নেভাতে কাজ করছে বলে জানান ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসীম।
তিনি বলেন, ‘বাসে আগুন লাগার খবর পেয়ে সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের দু’টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে অগ্নি নির্বাপণে কাজ করেছে। দুপুর ১টা ৬ মিনিটে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।
এদিকে বৃহস্পতিবার ভোর ৬টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের দক্ষিণ সালনা এলাকায় দু’টি কাভার্ডভ্যানের গতিরোধ করে পেট্টোল ঢেলে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা।
গাজীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আব্দুস সামাদ বলেন, অবরোধ সমর্থকরা দুটি কাভার্ডভ্যানে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

CATEGORIES
Share This

COMMENTS