সোমবার, ১৩ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

বিশ্বকাপে শ্রীলংকার বিপক্ষে প্রথম জয়ের মিশনে বাংলাদেশ

বিশ্বকাপে শ্রীলংকার বিপক্ষে প্রথম জয়ের মিশনে বাংলাদেশ

পজিটিভ বিডি ২৪ডট নিউজ: আগামীকাল ওয়ানডে বিশ^কাপের ৩৮তম ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ-শ্রীলংকা। বিশ^কাপ মঞ্চে শ্রীলংকার বিপক্ষে কোন জয় নেই বাংলাদেশের।
এখন পর্যন্ত বিশ^কাপে চারবার মুখোমুখি হয়েছে বাংলাদেশ-শ্রীলংকা। তিনবার জয় পেয়েছে শ্রীলংকা। ১টি ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়।
২০০৩ সালে ১০ উইকেটে, ২০০৭ সালে ১৯৮ রানে এবং ২০১৫ সালে ৯২ রানে জয় পেয়েছিলো শ্রীলংকা। ২০১৯ সালের সর্বশেষ আসরের ম্যাচটি পরিত্যক্ত হয়েছিলো।
এখন পর্যন্ত ওয়ানডেতে ৫৩বার একে অপরের বিপক্ষে খেলেছে বাংলাদেশ-শ্রীলংকা। জয়ের দিক দিয়ে এগিয়ে লংকানরা। ৪২ ম্যাচে জিতেছে শ্রীলংকা। ৯টিতে জয় আছে বাংলাদেশের। ২টি ম্যাচ পরিত্যক্ত হয়।
গত আগস্টে এশিয়া কাপে সর্বশেষ ওয়ানডে ফরম্যাটে দেখা হয়েছিলো বাংলাদেশ-শ্রীলংকার। এশিয়া কাপের গ্রুপ পর্বে বাংলাদেশকে ৫ উইকেটে এবং সুপার ফোরে ২১ রানে হারিয়েছিলো শ্রীলংকা।
ওয়ানডেতে বাংলাদেশ-শ্রীলংকার সর্বশেষ দশ লড়াই :
২৭-০১-২০১৮: শ্রীলংকা ৭৯ রানে জয়ী, ঢাকা
১৫-০৯-২০১৮: বাংলাদেশ ১৩৭ রানে জয়ী, দুবাই
২৬-০৭-২০১৯: শ্রীলংকা ৯১ রানে জয়ী, কলম্বো
২৮-০৭-২০১৯: শ্রীলংকা ৭ উইকেটে জয়ী, কলম্বো
৩১-০৭-২০১৯: শ্রীলংকা ১২২ রানে জয়ী, কলম্বো
২৩-০৫-২০২১: বাংলাদেশ ৩৩ রানে জয়ী, ঢাকা
২৫-০৫-২০২১: বাংলাদেশ ১০৩ রানে জয়ী, ঢাকা
২৮-০৫-২০২১: শ্রীলংকা ৯৭ রানে জয়ী, ঢাকা
৩১-০৮-২০২৩: শ্রীলংকা ৫ উইকেটে জয়ী, পাল্লেকেলে
০৯-০৯-২০২৩: শ্রীলংকা ২১ রানে জয়ী, কলম্বো
সব মিলিয়ে ওয়ানডেতে ৫৩বার বাংলাদেশ-শ্রীলংকা মুখোমুখি হয়েছে :
বাংলাদেশের জয় : ৯ ম্যাচে
শ্রীলংকার জয় : ৪২ ম্যাচে
টাই : ০
পরিত্যক্ত : ২ ম্যাচ

CATEGORIES
Share This

COMMENTS