শনিবার, ১১ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

নিম্ন আদালত মনিটরিংয়ের দায়িত্বে হাইকোর্টের ১৩ বিচারপতি

নিম্ন আদালত মনিটরিংয়ের দায়িত্বে হাইকোর্টের ১৩ বিচারপতি

পজিটিভ বিডি ২৪ডট নিউজ (ঢাকা): দেশের আট বিভাগের অধস্তন আদালত মনিটরিংয়ের জন্য কমিটি পুনর্গঠন করেছেন প্রধান বিচারপতি।
হাইকোর্টের ১৩ জন বিচারপতিকে এই মনিটরিং এর দায়িত্ব দেওয়া হয়েছে।
এ বিষয়ে ইতোমধ্যে বিজ্ঞপ্তি জারি করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,একইসঙ্গে সাচিবিক সহায়তার জন্য বিচার বিভাগীয় ১৩ কর্মকর্তাকেও দায়িত্ব দেয়া হয়েছে।
এর আগে দেশের ৮ বিভাগে নিম্ন আদালত মনিটরিং এর জন্য ৮টি কমিটি গঠন করে দিয়েছিলেন বিদায়ী প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। গত ২৬ সেপ্টেম্বর শপথ নেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। দায়িত্ব নেয়ার পরপরই নতুন প্রধান বিচারপতি বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেন। ইতোমধ্যে তিনি সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী, সাবেক ও বর্তমান এটর্নি জেনারেল, সুপ্রিম কোর্ট বার এর সাবেক সভাপতি-সম্পাদক, বর্তমান সভাপতি-সম্পাদকের সাথে মতবিনিময় করেন।

CATEGORIES
Share This

COMMENTS