মঙ্গলবার, ২১শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ

সাবেক প্রতিমন্ত্রী জিন্নাতুন্নেসা তালুকদার মারা গেছেন

সাবেক প্রতিমন্ত্রী জিন্নাতুন্নেসা তালুকদার মারা গেছেন

পজিটিভ বিডি ২৪ডট নিউজ (ঢাকা): সাবেক প্রতিমন্ত্রী ও একাত্তরের মুক্তিযুদ্ধের বীর সেনানী রাজশাহীর জিন্নাতুন্নেসা তালুকদার আজ সকালে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ইন্তেকাল করেছেন। তার বয়স হয়েছিল ৭৬ বছর। পারিবারিক সূত্র জানায়, জিন্নাতুন্নেসা হার্ট ও ফুসফুসের রোগে ভুগছিলেন।
তিনি দুই ছেলে এবং অসংখ্য আত্মীয়-স্বজন, ভক্ত ও রাজনৈতিক অনুসারী রেখে গেছেন।
জিন্নাতুন্নেসা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১৯৯৬-২০০১ সরকারের আমলে প্রাথমিক ও গণশিক্ষা এবং তারপর মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।
তিনি সপ্তম ও নবম সংসদে সংরক্ষিত মহিলা আসন (রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ) থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।
২০১৮ সালে তিনি বেগম রোকেয়া পদকে ভূষিত হন।
জিন্নাতুন্নেসা মুক্তিযুদ্ধে অংশ নেন এবং তার বর্ণাঢ্য ক্যারিয়ারে তিনি রাজশাহী আওয়ামী লীগের শহর ও জেলা উভয় ইউনিটেই গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত ছিলেন। মঙ্গলবার জোহরের নামাজের পর তাকে রাজশাহী হেতেম খা কবরস্থানে দাফন করা হবে।

CATEGORIES
Share This

COMMENTS