মঙ্গলবার, ২১শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ

১১৬৮ বল পর পাওয়ার প্লেতে পাকিস্তানের ছক্কা

১১৬৮ বল পর পাওয়ার প্লেতে পাকিস্তানের ছক্কা

পজিটিভ বিডি ২৪ডট নিউজ: এ বছর ওয়ানডেতে ১১৬৮ বল খেলার পর প্রথম পাওয়ার প্লে, অর্থাৎ প্রথম ১০ ওভারে ছক্কা মারতে পেরেছে  পাকিস্তানী ব্যাটাররা।
ওয়ানডে বিশ্বকাপের ২২তম ম্যাচে আজ চেন্নাইয়ে আফগানিস্তানের বিপক্ষে  টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে পঞ্চম ওভারে আফগান পেসার নাভিন উল হকের তৃতীয় বলে ছক্কা মারেন ওপেনার আব্দুল্লাহ শফিক। এর মাধ্যমে এ বছর ২০ ইনিংস ও ১১৬৮ বল পর প্রথম পাওয়ার প্লেতে ছক্কার দেখা পেল পাকিস্তান।
তবে সর্বশেষ গত বছরের জুনে মুলতানে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পাওয়ার প্লেতে ছক্কা মেরেছিলো পাকিস্তান। সব মিলিয়ে ২২ ইনিংস ও ১৩৬২ বল পর পাওয়ার প্লেতে ছক্কার দেখা পেল পাকিস্তান।
অবশেষে বিশ্বকাপে এসে আফগানিস্তানের বিপক্ষে দীর্ঘ অপেক্ষায় অবসান ঘটে পাকিস্তানের।

CATEGORIES
Share This

COMMENTS