শনিবার, ১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

টনি ব্লেয়ারের আমন্ত্রণে বেলজিয়াম গেলেন আইসিটি প্রতিমন্ত্রী পলক

টনি ব্লেয়ারের আমন্ত্রণে বেলজিয়াম গেলেন আইসিটি প্রতিমন্ত্রী পলক

পজিটিভ বিডি ২৪ডট নিউজ (ঢাকা): তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের বিশেষ আমন্ত্রণে ২ দিনের সফরে বেলজিয়ামের উদ্দেশ্যে আজ সোমবার ভোরে ঢাকা ত্যাগ করেছেন।
প্রতিমন্ত্রী এ সফরকালে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ২৪ অক্টোবর অনুষ্ঠিতব্য টনি ব্লেয়ার ইন্সটিটিউট ফর গ্লোবাল চেঞ্জ এর উদ্যোগে আয়োজিত “টেক অ্যাক্সিলেরেটর প্রোগ্রাম ২০২৩” এ অংশগ্রহণ করবেন। তিনি অনুষ্ঠানে সামাজিক যোগাযোগ মাধ্যম বিষয়ে বৈশ্বিক ও আঞ্চলিক গাইডলাইন বিষয়ক প্যানেল আলোচনায় অংশগ্রহণ করবেন।
এই এক্সেলেরেটর প্রোগ্রামে বাংলাদেশ, ব্রিটেন, অ্যাঙ্গোলা, মোলদোভা, জাম্বিয়া, সিঙ্গাপুর, মরক্কো, আলবেনিয়া, ভিয়েতনাম, তিমুর, বুলগেরিয়া, রিসা, গ্রীস, ইউকে, ম্যাক্রা, রোমানিয়াসহ বিশ্বের ৩১টি দেশ থেকে মন্ত্রী, মেম্বার অব পার্লামেন্ট, সরকারি, বেসরকারিসহ বিভিন্ন  সংস্থার প্রতিনিধিগণ অংশগ্রহণ করবেন। উল্লেখ্য, আগামী ২৬ অক্টোবর প্রতিমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।

CATEGORIES
Share This

COMMENTS