মঙ্গলবার, ২১শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ

২০১৯ বিশ্বকাপে নিউজিল্যান্ডের কাছে হারের বদলা নেয়ার সুযোগ ভারতের

২০১৯ বিশ্বকাপে নিউজিল্যান্ডের কাছে হারের বদলা নেয়ার সুযোগ ভারতের

পজিটিভ বিডি ২৪ডট নিউজ: ২০১৯ ওয়ানডে বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ডের কাছে ১৮ রানে হেরে স্বপ্নভঙ্গ হয়েছিলো ভারতের। এরপর ওয়ানডেতে অনেকবার দেখা হলেও, বিশ^কাপের সেমিতে নিউজিল্যান্ডের কাছে হারের ক্ষত ভুলতে পারেনি ভারত। এবার বিশ^কাপ মঞ্চেই সেই ক্ষত মুছে বদলা নেওয়ার সুর্বন সুযোগ ভারতের সামনে।
এখন পর্যন্ত বিশ^কাপে ভারতের বিপক্ষে ৯টি ম্যাচ খেলেছে নিউজিল্যান্ড। এরমধ্যে এগিয়ে কিউইরা। ৫টিতে জিতেছে নিউজিল্যান্ড। ভারতের জয় ৩টিতে। ১টি ম্যাচ পরিত্যক্ত হয়।
ওয়ানডেতে নিউজিল্যান্ডের বিপক্ষে ১১৬ ম্যাচে মুখোমুখি হয়ে ৫৮ ম্যাচে জিতেছে ভারত। নিউজিল্যান্ডের জয় আছে ৫০ ম্যাচে। বাকী ১টি ম্যাচ টাই ও ৭টি পরিত্যক্ত হয়।
ওয়ানডেতে ভারত-নিউজিল্যান্ডের সর্বশেষ দশ লড়াই :
০৯-০৭-২০১৯ : নিউজিল্যান্ড ১৮ রানে জয়ী, ম্যানচেস্টার
০৫-০২-২০২০ : নিউজিল্যান্ড ৪ উইকেটে জয়ী, হ্যামিল্টন
০৮-০২-২০২০ : নিউজিল্যান্ড ২২ রানে জয়ী, অকল্যান্ড
১১-০২-২০২০ : নিউজিল্যান্ড ৫ উইকেটে জয়ী, মাউন্ট মঙ্গানুই
২৫-১১-২০২২ : নিউজিল্যান্ড ৭ উইকেটে জয়ী, অকল্যান্ড
২৭-১১-২০২২ : পরিত্যক্ত, মাউন্ট মঙ্গানুই
৩০-১১-২০২২ : পরিত্যক্ত, ক্রাইস্টচার্চ
১৮-০১-২০২৩ : ভারত ১২ রানে জয়ী, হায়দারাবাদ
২১-০১-২০২৩ : ভারত ৮ উইকেটে জয়ী, রায়পুর
২৪-০১-২০২৩ : ভারত ৯০ রানে জয়ী, ইন্দোর
সব মিলিয়ে ওয়ানডেতে ১১৬বার মুখোমুখি হয়েছে ভারত-নিউজিল্যান্ড :
ভারতের জয় : ৫৮ ম্যাচে
নিউজিল্যান্ডের জয় : ৫০ ম্যাচে
টাই : ১টি
পরিত্যক্ত : ৭টি

CATEGORIES
Share This

COMMENTS