মঙ্গলবার, ২১শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ

২০০৭’র পুনরাবৃত্তির অপেক্ষায় বাংলাদেশ

২০০৭’র পুনরাবৃত্তির অপেক্ষায় বাংলাদেশ

পজিটিভ বিডি ২৪ডট নিউজ: ওয়ানডে বিশ^কাপ মঞ্চে ভারতের বিপক্ষে দারুন এক অর্জন আছে বাংলাদেশের। ২০০৭ সালের বিশ^কাপে ভারতকে ৫ উইকেটে বিধ্বস্ত করে দুর্দান্ত এক জয়ের নজির গড়ে বাংলাদেশ।
কিন্তু এরপর বিশ^কাপের মঞ্চে ভারতকে আর হারাতে পারেনি বাংলাদেশ। ২০১১, ২০১৫ ও ২০১৯ তিন আসরের  দেখায় সবগুলোতেই হেরেছে টাইগাররা।
বিশ^কাপে দ্বিতীয়বারের মত ভারতকে হারানোর স্বপ্নে বিভোর বাংলাদেশ। আগামীকাল পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন (এমসিএ) স্টেডিয়ামে চলমান ওয়ানডে বিশ্বকাপে নিজেদের চতুর্থ ম্যাচে ২০০৭’র  পুনরাবৃত্তি ঘটানোই  লক্ষ্য টাইগারদের।
এখন পর্যন্ত ওয়ানডেতে ৪০বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও ভারত। এরমধ্যে ভারতের জয় ৩১টিতে ও বাংলাদেশ জিতেছে ৮টিতে। ১টি ম্যাচ পরিত্যক্ত হয়।
বাংলাদেশ ও ভারতের সর্বশেষ ১০ লড়াই :
২১-০৬-২০১৫ : বাংলাদেশ ৬ উইকেটে জয়ী, ঢাকা
২৪-০৬-২০১৫ : ভারত ৭৭ রানে জয়ী, ঢাকা
১৫-০৬-২০১৭ : ভারত ৯ উইকেটে জয়ী, বার্মিংহাম
২১-০৯-২০১৮ : ভারত ৭ উইকেটে জয়ী, দুবাই
২৮-০৯-২০১৮ : ভারত ৩ উইকেটে জয়ী, দুবাই
০২-০৭-২০১৯ : ভারত ২৮ রানে জয়ী, বার্মিংহাম
০৪-১২-২০২২ : বাংলাদেশ ১ উইকেটে জয়ী, ঢাকা
০৭-১২-২০২২ : বাংলাদেশ ৫ রানে জয়ী, ঢাকা
১০-১২-২০২২ : ভারত ২২৭ রানে জয়ী, চট্টগ্রাম
১৫-০৯-২০২৩ : বাংলাদেশ ৬ রানে জয়ী, কলম্বো
সব মিলিয়ে ৪০বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও ভারত :
ভারত জয়ী : ৩১ ম্যাচে
বাংলাদেশ জয়ী ঃ ৮ ম্যাচে
টাই : ০
পরিত্যক্ত : ১টি

CATEGORIES
Share This

COMMENTS