মঙ্গলবার, ২১শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ

শেখ রাসেলের জন্মদিনে ডিএনসিসি’র শ্রদ্ধা

শেখ রাসেলের জন্মদিনে ডিএনসিসি’র শ্রদ্ধা

পজিটিভ বিডি ২৪ডট নিউজ (ঢাকা): জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৬০তম জন্মদিন ও শেখ রাসেল দিবস উপলক্ষে তাঁর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম।
আজ বুধবার রাজধানীর গুলশান-২ নগরভবনে অস্থায়ীভাবে স্থাপিত প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়।
এ সময় ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা, সচিব মাসুদ আলম সিদ্দিকসহ সকল বিভাগীয় প্রধান ও অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
শ্রদ্ধা নিবেদন শেষে এক আলোচনায় অংশ নিয়ে ডিএনসিসি মেয়র বলেন, ‘শেখ রাসেল আজ বেঁচে থাকলে তার বয়স হতো ৬০ বছর। তার জ্ঞান, মেধা, প্রজ্ঞা নেতৃত্বের গুণাবলি আমাদের কাজে লাগতো। দেশের কাজে লাগতো। শেখ রাসেলকে শিশু বিবেচনা করে নয়, বঙ্গবন্ধুর রক্ত চিন্তা করে ঘাতকরা তাকে নির্মমভাবে হত্যা করেছে।’
এ সময় তিনি ১৫ আগস্টের পলাতক খুনিদের দেশে ফিরিয়ে এনে অবিলম্বে বিচারের রায় কার্যকর করার জোর দাবি জানান।

CATEGORIES
Share This

COMMENTS