বুধবার, ২২শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ

দিনাজপুর গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউটে শেখ রাসেলের ৬০তম জন্মবার্ষিকী পালিত

দিনাজপুর গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউটে শেখ রাসেলের ৬০তম জন্মবার্ষিকী পালিত

স্টাফ রিপোর্টার : দিনাজপুর গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউটের কর্মকর্তা ও কর্মচারীরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৬০তম জন্মবার্ষিকী শ্রদ্ধা নিবেদন, র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে দিনাজপুর সদর উপজেলার নশিপুর গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউটের হলরুমে কর্মকর্তা ও কর্মচারীদের সমন্বয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্যে রাখেন পরিচালক (প্রশাসন ও অর্থ) ড. মো: আবু জামান সরকার। তিনি তার বক্তব্যে বলেন, বেঁচে থাকলে শেখ রাসেল তার পিতার মত একজন আদর্শ মহান নেতা হতে পারতেন। কিন্তু ১৯৭৫ এর ১৫ আগষ্ট ঘাতকেরা ওই শিশু রাসেলকে গুলি করে হত্যা করেছে। ফলে এদেশের মানুষ একজন যোগ্য নেতার নেতৃত্ব থেকে বঞ্চিত হয়েছে।
আলোচনা সভার পূর্বে এই দিবসটি উযাপন উপলক্ষে শেখ রাসেলের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন এবং ইনস্টিটিউট ক্যাম্পাসের পরিচালক (প্রশাসন ও অর্থ) ড. মো: আবু জামান সরকার, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. মাহফুজ বাজ্জাজ, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো: মাহফুজুল হক, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. আকবর হোসেনসহ প্রমুখ কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি পরিচালনা করেন ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা মো. মনোয়ার হোসেন। ##

CATEGORIES
Share This

COMMENTS