বুধবার, ২২শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ

এপিজে আবদুল কালাম ইন্টারন্যাশনাল এ্যাওয়ার্ড পেলেন ডিএমপি কমিশনার

এপিজে আবদুল কালাম ইন্টারন্যাশনাল এ্যাওয়ার্ড পেলেন ডিএমপি কমিশনার

পজিটিভ বিডি ২৪ডট নিউজ (ঢাকা): ভারতের সাবেক রাষ্ট্রপতি ও পরমাণু বিজ্ঞানী এপিজে আবদুল কালাম ইন্টারন্যাশনাল এ্যাওয়ার্ড পেয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান।
সম্প্রতি ভারতের হাওড়ার শরৎ সদনে এপিজে আবদুল কালাম ইন্টারন্যাশনাল এ্যাওয়ার্ডের আসর বসে। সেখানে ১৫টি দেশের বিভিন্ন পেশার ১৫ জন কৃতী ব্যক্তিত্বকে পুরস্কৃত করা হয়। তাদের মধ্যে অন্যতম উল্লেখযোগ্য লেখক ও গবেষক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান। বাংলা সাহিত্যে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি এই এ্যাওয়ার্ড পেয়েছেন।
সম্প্রতি তাঁর একটি গ্রন্থ প্রকাশিত হয়েছে ‘ঠার, বেদে জনগোষ্ঠীর ভাষা’। বইটি সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে। পাঠকমহলেও জনপ্রিয়তা পেয়েছে। এই অসামান্য গ্রন্থের স্বীকৃতিস্বরূপ তিনি আন্তর্জাতিক এ পুরস্কারে ভূষিত হয়েছেন।
প্রশাসনিক ব্যস্ততার কারণে তিনি কলকাতায় পৌঁছতে পারেননি। তাঁর হয়ে পুরস্কার গ্রহণ করেন বাংলাদেশের বিশিষ্ট সমাজকর্মী সোমনাথ দে। তাঁর হাতে পুরস্কার তুলে দেন নেপালের প্রাক্তন উপরাষ্ট্রপতি প্রেমানন্দ ঝা। এই জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের দুই মন্ত্রী জাভেদ খান ও অরূপ রায়।

CATEGORIES
Share This

COMMENTS