মঙ্গলবার, ২১শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ

মানসিক স্বাস্থ্যের বিষয়ে আরো বেশি গুরুত্ব দিতে হবে : পরিকল্পনা মন্ত্রী

মানসিক স্বাস্থ্যের বিষয়ে আরো বেশি গুরুত্ব দিতে হবে : পরিকল্পনা মন্ত্রী

পজিটিভ বিডি ২৪ডট নিউজ (ঢাকা): পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান মানসিক স্বাস্থ্য ও অনলাইন সেফটি আত্মহত্যা বিষয়ে বিভিন্ন সেক্টরের পদক্ষেপ আরো বেশি বেগবান করার আহ্বান জানিয়েছেন।
তিনি লেন, আত্মহত্যা অত্যন্ত দু:খজনক।“আছে দুঃখ আছে মৃত্যু” সব কিছুর সমন্বয়েই জীবন। পৃথিবীতে আনন্দ আছে, বেদনা আছে প্রকৃতির এসব নিয়মের সাথে  মানিয়ে চলতে হবে। সবকিছু ছাপিয়ে জীবনকে একটু উপভোগ্য করে তুলতে হবে।  মন্ত্রী   গ্রামীন ফোনের  বাণিজ্যিক কর্মকান্ডের পাশাপশি অনলাইন সেফটি ও ব্রাইটার টুমোরো ফাউন্ডেশনের সঙ্গে মানসিক স্বাস্থ্য নিয়ে কাজের প্রশংসা করেন।
তিনি বলেন, গ্রমীন ফোনের এসব কাজের উদ্দেশ্য ইতিবাচক  পরিবর্তন আনা, যাতে বেটার লাইফ বা আরো একটু ভালো থাকা যায়। মন্ত্রী বলেন, বর্তমান সরকারের আমলে পুনর্জাগরণ চলছে। আমাদের মনোজগতের পরিবর্তন আনতে হবে।

রোববার মানসিক স্বাস্থ্য সার্বজনীন মানবাধিকার-শীর্ষক প্রতিপাদ্য নিয়ে মানসিক স্বাস্থ্য দিবস  উদযাপনে বসুন্ধরাস্থ  গ্রামীন ফোনের প্রধান কার্যালয়ের কনফারেন্স জোনে গ্রামীণফোন একাডেমি ও আত্মহত্যাপ্রতিরোধমূলক সংগঠন ব্রাইটার টুমোরো ফাউন্ডেশন (বিটিএফ) আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সাবেক পরিচালক বিশিষ্ট মনোশিক্ষাবিদ ও কথাসাহিত্যিক অধ্যাপক ডা. মোহিত কামাল। বক্তব্য রাখেন গ্রামীন ফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা ইয়াসির আজমান এবং হেড অফ দি প্রজেক্ট রাসনা হাসান, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ডা. হেলাল উদ্দিন আহমদ, ডা. ফারজানা রহমান দিনা ও ব্রাইটার টুমোর ফাউন্ডেশনের (বিটিএফ) প্রতিষ্ঠাতা সভাপতি জয়শ্রী জামান । অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন গ্রামীন ফোন একাডেমির  প্রোগ্রাম লীড ফারহানা হোসেন শাম্মু। বক্তারা মানসিক স্বাস্থ্য সচেতনতা, অনলাইন সেফটি, মনের যতœ, শিশুর মানসিক বিকাশে ও পিতা-মাতার ভূমিকা নিয়ে আলোচনা করেন।

CATEGORIES
Share This

COMMENTS