মঙ্গলবার, ২১শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ

বঙ্গবন্ধুর প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বঙ্গবন্ধুর প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

পজিটিভ বিডি ২৪ডট নিউজ (টুঙ্গিপাড়া): প্রধানমন্ত্রী শেখ হাসিনা গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু  শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন।
প্রধানমন্ত্রী তাঁর পরিবারের সদস্যদের সাথে নিয়ে বঙ্গবন্ধুর সমাধি সৌধে পুষ্পস্তবক অর্পণ করে তাঁর প্রতি গভীর   শ্রদ্ধা নিবেদন করেন এবং ফাতেহা পাঠ করেন।
পুষ্পস্তবক অর্পণের পর তিনি সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।
আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ঢাকা-ভাঙ্গা রেল সংযোগ উদ্বোধনের পর ফরিদপুরের ভাঙ্গায় আয়োজিত মহাসমাবেশ শেষে বিকেলে টঙ্গীপড়ায় তাঁর পৈত্রিক নিবাসে যান এবং বঙ্গবন্ধুসহ ১৯৭৫ সালের ১৫ আগস্টের হত্যাকান্ডের শহীদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাতে যোগ দেন।
এর আগে সকালে প্রধানমন্ত্রী ঢাকা-যশোর রেল সংযোগের ঢাকা-ভাঙ্গা অংশের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
টুঙ্গিপাড়ার বাসভবনে এক রাত কাটিয়ে প্রধানমন্ত্রীর আগামীকাল দুপুরে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে এবং বিকেলে তিনি গণভবনে পৌঁছাবেন

CATEGORIES
Share This

COMMENTS