শনিবার, ১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

এশিয়া কাপে বাংলাদেশের প্রথম ম্যাচে খেলতে পারবেন না লিটন

এশিয়া কাপে বাংলাদেশের প্রথম ম্যাচে খেলতে পারবেন না লিটন

পজিটিভ বিডি ২৪ডট নিউজ (ঢাকা): পুরোপুরি সুস্থ হয়ে না ওঠায়  এশিয়া কাপে বাংলাদেশের প্রথম ম্যাচে খেলতে পারবেন না ওপেনার লিটন দাস।
বৃহস্পতিবার পাল্লেকেলেতে যৌথ-আয়োজক শ্রীলংকা বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়া কাপ শুরু করবে বাংলাদেশ।
এখনো শ্রীলংকা পৌঁছতে না পারায়  বাংলাদেশের প্রথম ম্যাচে খেলার কোন সুযোগ নেই লিটনের।
আজ বিসিবি নির্বাচক হাবিবুল বাশার সুমন বলেছেন, ‘আজ তার ফ্লাইটে উঠার কথা ছিল। দুর্ভাগ্যবশত হঠাৎ জ¦রে আক্রান্ত হবার পর এখনও পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারেননি তিনি।’
তিনি আরও বলেন, ‘আমরা তার আপডেটের অপেক্ষায় আছি। সুস্থ হলেই ফ্লাইটে উঠবেন তিনি। এটা নিশ্চিত প্রথম ম্যাচ খেলবে না সে।’
বিসিবির চিকিৎসা বিভাগ জানিয়েছে, আজ একটি পরীক্ষা করা হয়েছে লিটনের। এই পরীক্ষার ফলাফলের ওপর তার সার্বিক অবস্থা নির্ভর করবে।
যেহেতু প্রথম ম্যাচে লিটন থাকছেন না, এজন্য আন্তর্জাতিক অঙ্গনে অনভিজ্ঞ দুই ওপেনারকেই খেলাবে বাংলাদেশ। মাত্র চারটি ওয়ানডে খেলেছেন নাইম শেখ। এখনও জাতীয় দলের হয়ে অভিষেক হয়নি তানজিদ হাসান তামিমের।
৩ সেপ্টেম্বর লাহোরে আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে খেলবেন লিটন বলে আশাবাদী বিসিবি। এক্ষেত্রে সরাসরি পাকিস্তানে উড়ে যাবেন লিটন।

CATEGORIES
Share This

COMMENTS