শনিবার, ১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

ব্যাংকের ১২০০ কোটি টাকা আত্মসাৎ: সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

ব্যাংকের ১২০০ কোটি টাকা আত্মসাৎ: সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

পজিটিভ বিডি ২৪ডট নিউজ (ঢাকা): বেসিক ব্যাংকের ১২০০ কোটি টাকা আত্মসাৎ মামলায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত আসামি মো. আনোয়ার হোসেন বাবুকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার দিবাগত রাতে নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সোমবার (২৮ আগস্ট) বিকেলে আসামিকে নোয়াখালী চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক আসামি গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃত আনোয়ার হোসেন বাবু উপজেলার ওয়াছেকপুর গ্রামের ডা.মো. গিয়াস উদ্দিন সেলিমের ছেলে। তিনি বিডি সফটেক্সের চেয়ারম্যান।

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বলেন, আনোয়ার হোসেন বাবু বিডি সফটেক্সের চেয়ারম্যান। তিনি ২০১৫ সালের জুন মাসে বেসিক ব্যাংকের চেয়ারম্যান হিসেবে বিসমিল্লাহ গ্রুপের মাধ্যমে বেসিক ব্যাংকের ১২০০ কোটি টাকা আত্মসাৎ করেন। পরে লন্ডনে পালানোর সময় ডিবি পুলিশ তাকে গ্রেপ্তার করে।

ওসি আরও বলেন, আনোয়ার হোসেন বাবুকে আদালত ১৭ বছরের কারাদণ্ড দিয়েছিল। পরে জামিনে এসে গা ঢাকা দেন তিনি।তথ্যপ্রযুক্তির সাহায্যে গতকাল রাতে তাকে গ্রেপ্তার করা হয়।

CATEGORIES
Share This

COMMENTS