বৃহস্পতিবার, ৯ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

ময়মনসিংহে ভলিবল রেফারী প্রশিক্ষণ কোর্স সমাপ্ত

ময়মনসিংহে ভলিবল রেফারী প্রশিক্ষণ কোর্স সমাপ্ত

মোরশেদ উল আলম, চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি: ময়মনসিংহে ৩ দিন ব্যাপী ভলিবল রেফারী প্রশিক্ষণ কোর্স সমাপ্ত হয়েছে।

২২ আগস্ট মঙ্গলবার বিকেল ৪ টায় ময়মনসিংহের মুক্তাগাছায় সরকারি শারীরিক শিক্ষা কলেজের আয়োজনে কলেজের অডিটরিয়ামে বাংলাদেশ ভলিবল ফেডারেশনের পরিচালনায় ৩ দিন ব্যাপী কোর্সের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ময়মনসিংহ সরকারি শারীরিক শিক্ষা কলেজের অধ্যক্ষ মোঃ মুমিনুল ইসলাম।
এছাড়াও সমাপনী ও সনদ বিতরণী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে কোর্স পরিচালক মোঃ শহীদুল ইসলাম, প্রশিক্ষক মোঃ সাইফুল্লাহ মুনির ও প্রশিক্ষণার্থীদের মধ্য হতে সুলতান মাহমুদ, জান্নাতুন ফেরদৌস তাজ প্রমূখ বক্তব্য রাখেন। উক্ত কোর্সে পরিচালক হিসেবে মোঃ শহীদুল ইসলাম, প্রশিক্ষক হিসেবে মোঃ সাইফুল্লাহ মুনির ও কোর্স কো অর্ডিনেটর হিসেবে মোঃ মোস্তাফিজুর রহমান দায়িত্ব পালন করেন। কোর্সে ৯১ জন প্রশিক্ষণার্থী অংশ গ্রহন করেন।

CATEGORIES
Share This