
বিরামপুরে উন্নয়ন মেলার পুরুস্কার বিতরণী সমাপণী অনুষ্ঠান অনুষ্ঠিত

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বিরামপুরে জাতীয় স্থানীয় সরকার দিবস উন্নয়ন মেলা -২০২৩ এর তিনদিন ব্যাপি পুরুস্কার বিতরণী ও সমাপণী অনুষ্ঠান উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত হয়েছে। ১৯ সেপ্টেম্বর বিকেল সাড়ে পাঁচটায় পুরুস্কার বিতরণী ও সমাপণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নুজহাত তাসনীম আওন। উপজেলা প্রশাসন আয়োজিত তিনদিন ব্যাপি মেলায় জাতীয় স্থানীয় সরকার দিবস উন্নয়ন মেলা – ২০২৩ এর বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে বক্তব্য করেন বিরামপুর পৌর মেয়র অধ্যক্ষ আক্কাস আলী, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মেজবাউল ইসলাম প্রমুখ। উপজেলা একাডেমিক সুপারভাইজার আব্দুস সালাম এঁর সঞ্চালনায় অনুষ্ঠানে উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি শিবেশ কুন্ডু, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুরাদ হোসেন, মৎস্য কর্মকর্তা কাওসার হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা মোশাররত জাহান, যুব উন্নয়ন কর্মকর্তা জমিল উদ্দিন, প্রাণী সম্পদ কর্মকর্তা বিপুল চক্রবর্তী, বিরামপুর প্রেসক্লাব সভাপতি মোরশেদ মানিক, উপজেলা সহকারী প্রোগ্রামার পাপীয়া নাসরিন প্রমুখ উপজেলা অংশগ্রহনকারী বিভিন্ন স্টলের মান উন্নয়নে প্রতিযোগীতায় বিজয়ী দের হাতে পুরুস্কৃত তুলে দেন। সন্ধ্যায় উপজেলা শিল্পকলা ও হিলি বর্ডার ব্যান্ডের শিল্পীবৃন্দ এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেন করেন।
৩৮ Views