
বিরামপুরে উপজেলা সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার:বিরামপুরে উপজেলা সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। ১ আগস্ট দুপুর ১২ টায় উপজেলা কনফারেন্স রুমে উপজেলা প্রশাসনের আয়োজনে সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি নুজহাত তাসনীম আওন।
উপজেলা একাডেমিক সুপারভাইজার আব্দুস সালামের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন কমিটির উপদেষ্টা উপজেলা চেয়ারম্যান পারভেজ কবীর, কমিটির সদস্য সচিব ওসি সুব্রত কুমার সরকার, কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে আলোচনায় অংশ নেন সহকারী কমিশনার(ভুমি) নাজিয়া নওরীন , উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আতাউর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান উম্মে কুলছুম বানু, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শমসের আলী মন্ডল, ইউপি চেয়ারম্যান চিত্ত রঞ্জন পাহান, বিরামপুর সরকারী কলেজের অধ্যক্ষ(ভার:) অদ্বৈত্য কুমার, মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মেজবাউল ইসলাম, বিরামপুর প্রেসক্লাব সভাপতি মোরশেদ মানিক, সাধারণ সম্পাদক কামরুজ্জামান, চাদপুর মাদ্রাসার অধ্যক্ষ আ.ছ.ম হুমায়ুন কবীর, বিরামপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের সভাপতি লায়ন মোজাম্মেল হক ও প্রধান শিক্ষক আরমান আলী, কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, একইর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারুক-ই আজম প্রমুখ।
৯০ Views