
বিরামপুর মৎস্য সপ্তাহ উপলক্ষে মত বিনিময় করলেন এমপি শিবলী সাদিক

স্টাফ রিপোর্টার: বিরামপুর মৎস্য সপ্তাহ উপলক্ষে মত বিনিময় করলেন এমপি শিবলী সাদিক। ৩০ জুলাই মঙ্গলবার সকাল ১০টায় বিরামপুর উপজেলা চত্বরে সুবিশাল পুকুরের শুভ উদ্বোধন শেষে মৎস্য সপ্তাহ উপলক্ষে মত বিনিময় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউএনও নুজহাত তাসনীম আওন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি শিবলী সাদিক মৎস্য চাষে লক্ষমাত্রা ছাড়িয়ে যাওয়ায় মৎস্য দপ্তরের প্রতি ভুয়সী প্রশংসা করেন। অতি সম্প্রতি কোমলমতি শিক্ষার্থীদের উপর ভর করে সারাদেশে সংহিস কর্মকান্ড সংঘটিত হলেও বিরামপুর সহ তার নির্বাচর্নী এলাকায় কোন প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটায় প্রশাসন সহ সকলকে ধন্যবাদ জানান।
উপজেলা একাডেমিক সুপারভাইজার আব্দুস সালামের সঞ্চালয়ায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মৎস্য অফিসার কাউসার হোসেন। অন্যান্যর মধ্যে আলোচনায় অংশ নেন পৌর মেয়র আক্কাস আলী, ওসি সুব্রত কুমার সরকার, আওয়ামীলীগ নেতা সুবেশ কুন্ডু, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, বিরামপুর প্রেসক্লাবের সভাপতি মোরশেদ মানিক, বিরামপুর সরকারী কলেজের অধ্যক্ষ(ভার:) অদ্বৈত্য কুমার, মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মেজবাউল ইসলাম।
৮৮ Views