রবিবার, ৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

নারী এশিয়া কাপে প্রথম বাংলাদেশি আম্পায়ার জেসি

নারী এশিয়া কাপে প্রথম বাংলাদেশি আম্পায়ার জেসি

পজিটিভ বিডি নিউজ ২৪ডট কম  (ঢাকা): এ মাসে শ্রীলংকায় শুরু হতে যাওয়া নারী এশিয়া কাপে প্রথম বাংলাদেশি আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন সাথিরা জাকির জেসি।
নিজের ভেরিফাইড ফেসবুক পেইজে বিষয়টি নিশ্চিত করে  জেসি বলেন, এশিয়া কাপে ম্যাচ পরিচালনা করার স্বপ্ন ছিল, অবশেষে সেটি পূরণ হতে যাচ্ছে।
নিজের ফেসবুক পেইজে জেসি লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ স্বপ্ন সত্যি হলো, নতুন মিশন নারী এশিয়া কাপ ২০২৪ (শ্রীলংকা)।’
তিনি আরও লিখেন, ‘আমি আনন্দের সাথে ঘোষনা করছি যে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড আমাকে শ্রীলংকার মাটিতে ২০২৪ সালের নারী এশিয়া কাপের দায়িত্ব পালনের জন্য নির্বাচিত করেছে। সবাই আমাকে আপনার প্রার্থনায় রাখবেন।’
১৮ থেকে ২৮ জুলাই শ্রীলংকায় অনুষ্ঠিত হবে নারী এশিয়া কাপ। এই টুর্নামেন্টে বাংলাদেশসহ মোট আটটি দল অংশ নিবে।
এই বছরের মার্চে নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো দুই নারী আম্পায়ার জেসি এবং মিশু চৌধুরীকে নিয়োগ করে বিসিবি।

১৭ Views
CATEGORIES
Share This

COMMENTS