রবিবার, ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

দিনাজপুর মহিলা পরিষদের মাতৃত্ব দিবসের আলোচনা সভায় বক্তারা নারীদের গর্ভকালীন সময়ে অবশ্যই সেবাগ্রহণ করতে হবে

দিনাজপুর মহিলা পরিষদের মাতৃত্ব দিবসের আলোচনা সভায় বক্তারা নারীদের গর্ভকালীন সময়ে অবশ্যই সেবাগ্রহণ করতে হবে

জিন্নাত হোসেন, দিনাজপুর প্রতিনিধি: গর্ভবতী মায়ের স্বাস্থ্য সম্পর্কে সচেতন করার পাশাপাশি মাতৃমৃত্যু রোধ এবং নিরাপদ মাতৃত্বকে নারীর অধিকার হিসেবে প্রতিষ্ঠা করে মা ও নবজাতকের মৃত্যুর হার কমিয়ে আনার লক্ষ্যে বাংলাদেশ মহিলা পরিষদ দিনাজপুর জেলা শাখার উদ্যোগে নিরাপদ মাতৃত্ব দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (২৮ মে) বিকেল ৪ টায় জেলা কার্যালয়ে বাংলাদেশ মহিলা পরিষদ দিনাজপুর জেলা শাখার সমাজকল্যাণ উপ-পরিষদের উদ্যোগে বাংলাদেশ মহিলা পরিষদ দিনাজপুর জেলা শাখার সভাপতি ড. মারুফা বেগমের সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের জেলা শাখার সাংগঠনিক সম্পাদক রাজিয়া সুলতানা পলি।
নারীর স্বাস্থ্য সমস্যা বিষয়ে আলোচনা করেন ডাঃ খাদিজা নাহিদ ইভা। তিনি বলেন, স্বাস্থ্যর দিকটির প্রতি বিশেষ গুরুত্ব না দিলে ভবিষ্যৎ প্রজন্ম সুস্বাস্থ্য নিয়ে জন্মাবে না। মাতৃস্বাস্থ্য ঝুঁকিমুক্ত করতে হলে শুধু নারীকেই সচেতন হলে চলবে না। পাশাপাশি পুরুষ সমাজকেও সচেতন হতে হবে। স্বাস্থ্যনীতি তথা প্রজনন স্বাস্থ্যের খাতে সরকারের আসন্ন বাজেটে অর্থ বরাদ্দ থাকছে কিনা সেদিকে দৃষ্টি দিতে হবে। এছাড়াও তিনি বলেন, একজন সুস্থ্য মা একজন সুস্থ্য শিশুর জন্ম দিতে পারে। আর সেজন্য প্রয়োজন সচেতনতা ও মানসিকতার পরিবর্তন।
উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ মহিলা পরিষদ জেলা শাখার সহ-সভাপতি মাহবুবা খাতুন, মিনতি ঘোষ, অর্থ সম্পাদক শাহনাজ পারভীন, পরিবেশ সম্পাদক মওদুদা বেগম, প্রশিক্ষণ গবেষনা ও পাঠাগার সম্পাদক রোকসানা বিলকিস, আন্দোলন সম্পাদক অনামিকা পান্ডে প্রমুখ।
বক্তারা বলেন, স্বাস্থ্য সুন্দর বা সবল না থাকলে গর্ভধারণ করতে পারাটা নারীর গর্ভের সেই গর্ভধারণটাই তার মৃত্যুর কারণ হতে পারে। নারীদের গর্ভকালীন সময়ে অবশ্যই সেবাগ্রহণ করতে হবে। নিরাপদ মাতৃত্ব নারীর জীবনের বড় একটি সমস্যা এবং ঝুঁকি। আমাদের দেশে মাতৃত্বজনিত কারণে প্রতি বছর অনেক মা মারা যাচ্ছেন। তাই নারী সচেতন হয়ে না উঠলে এই ঝুঁকি কাটিয়ে উঠা সম্ভব নয়। সেজন্য নারীকে শিক্ষিত হতে হবে। বাল্য বিবাহ বন্ধ করতে হবে। নিরাপদ স্বাস্থ্য বকর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মকেও সুস্বাস্থ্যের অধিকারি করতে সাহায্য করবে।

১২৩ Views
CATEGORIES
Share This

COMMENTS