
১৭৮ রানে অলআউট বাংলাদেশ

পজিটিভ বিডি নিউজ ২৪ডট কম (চট্টগ্রাম): চট্টগ্রামে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের প্রথম ইনিংসে শ্রীলংকার ৫৩১ রানের জবাবে ১৭৮ রানে অলআউট হয়েছে স্বাগতিক বাংলাদেশ। প্রথম ইনিংস থেকে ৩৫৩ রানে পিছিয়ে টাইগাররা।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ছিল ১ উইকেটে ৫৫ রান।
আজ, তৃতীয় দিন বাকী ৯ উইকেটে ১২৩ রান যোগ করতে পারে বাংলাদেশ। দলের পক্ষে ওপেনার জাকির হাসান সর্বোচ্চ ৫৪ রান করেন। এ ছাড়া মোমিনুল হক ৩৩, তাইজুল ইসলাম ২২, মাহমুদুল হাসান জয় ২১ ও সাকিব আল হাসান ১৫ রান করেন। শ্রীলংকার আসিথা ফার্নান্দো ৪টি, বিশ^ ফার্নান্দো-লাহিরু কুমারা-প্রবাথ জয়সুরিয়া ২টি করে উইকেট নেন।
৭৩ Views