সোমবার, ২১শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

রমজানে নিত্যপণ্যের দাম যাতে না বাড়ে সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে: সালমান রহমান

রমজানে নিত্যপণ্যের দাম যাতে না বাড়ে সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে: সালমান রহমান

পজিটিভ বিডি নিউজ ২৪ডট কম  (ঢাকা): প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান বলেছেন, রমজানে নিত্যপণ্যের দাম যাতে না বাড়ে সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে আসন্ন রমজান মাসে ভোগ্যপণ্যের কোনো সংকট হবে না নিত্যপণ্যের দামও বাড়বে না
ভারত থেকে পিঁয়াজ, ডাল এবং ভোজ্যতেল আমদানির বিষয়ে বাংলাদেশ ভারতের বাণিজ্যমন্ত্রীর মধ্যে কথা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, নিত্যপ্রয়োজনীয় এই তিনটি পণ্য বাংলাদেশে রপ্তানি করবে ভারত
সালমান এফ রহমান রোববার সুনামগঞ্জের দিরাইয়ে তার সৌজন্য প্রদত্ত সংবর্ধনা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন
প্রধানমন্ত্রীর উপদেষ্টা আরো বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু নিরপেক্ষ হয়েছে এবং বাংলাদেশকে সব রাষ্ট্র অভিনন্দন জানিয়েছে কিছুদিন আগে বিদেশি রাষ্ট্রদূতরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করে তাঁকে অভিনন্দিত করেছেন
নির্বাচনের আগে অনেক ধরনের গুজব ছড়ানো হয়েছিল উল্লেখ করে সালমান এফ রহমান বলেন, ‘সব গুজব মিথ্যা প্রমাণিত হয়েছে দেশের সংবিধান অনুযায়ী একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করা হয়েছে এখন আমাদের অর্থনৈতিক প্রবৃদ্ধি ধরে রাখতে হবে করোনা (কোভিড), রাশিয়াইউক্রেন যুদ্ধ এবং গাজা যুদ্ধের কারণে আমাদের অর্থনৈতিক অবস্থা কিছুটা মন্দা ছিল আমাদের অর্থনীতিকে এসবের প্রভাব মুক্ত করতে হবে
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, ‘বাংলাদেশ কোনো অর্থনৈতিক সংকটে পড়বে না আমাদের অর্থনৈতিক শক্তি হলো কৃষিখাত, যা এখনো সঠিক অবস্থায় আছে কৃষিতে আমাদের বাম্পার ফলন হয়েছে এটা আমাদের জন্য একটি বিরাট সম্পদ

 

৪১ Views
CATEGORIES
Share This

COMMENTS