সোমবার, ৫ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

মানুষের দুঃখ কষ্ট লাঘবে শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন: নাছিম

মানুষের দুঃখ কষ্ট লাঘবে শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন: নাছিম

পজিটিভ বিডি নিউজ ২৪ডট কম  (ঢাকা): আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম এমপি বলেছেন, দেশের মানুষের দুঃখ কষ্ট লাঘবের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন।
আজ সোমবার বিকেলে মালিবাগের আবুজর গিফারি কলেজে শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
বাহাউদ্দিন নাছিম বলেন, আমরা মানুষের অধিকার রক্ষার জন্য কাজ করে যাচ্ছি। আমরা মানুষের পাশে থেকে আগামী দিনেও উন্নয়ন, অগ্রগতি, শান্তি, সমৃদ্ধি যাতে বৃদ্ধি পায় তার জন্য কাজ করে যাব।
তিনি বলেন, মানুষকে জিম্মি করে রাজনীতি আমরা করি না। মানুষকে পুড়িয়ে মারাকে যারা রাজনৈতিক আন্দোলন মনে করে তারা কখনো রাজনৈতিক দল হতে পারে না। এটি হলো সন্ত্রাসী কর্মকান্ড। ধ্বংসাত্মক কর্মকান্ড কখনো গণতন্ত্রের পক্ষে হতে পারেনা। যারা মানুষকে ভালবাসতে পারেনা তারা কখনও দেশপ্রেমিক হতে পারে না।
১২ নং ওয়ার্ড কাউন্সিলর মামুন রশিদ শুভ্র অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।
আবুজর গিফারি কলেজ প্রাঙ্গণে শীতবস্ত্র বিতরণ শেষে বাহাউদ্দিন নাছিম পল্টন কমিউনিটি সেন্টারে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।

৫০ Views
CATEGORIES
Share This

COMMENTS