মঙ্গলবার, ১৩ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

দিনাজপুরের চিরিরবন্দরে প্রিজাইডিং অফিসার, পুলিশ, আনসার, ভিডিপিদের ব্রিফিং প্যারেড ও মালামাল বিতরণ

দিনাজপুরের চিরিরবন্দরে প্রিজাইডিং অফিসার, পুলিশ, আনসার, ভিডিপিদের ব্রিফিং প্যারেড ও মালামাল বিতরণ

মোরশেদ উল আলম, চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের চিরিরবন্দরে ভোট কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পাঠানোর পূর্বে প্রিজাইডিং অফিসার, সহকারি প্রিজাইডিং অফিসার, পুলিশ, আনসারদের ব্রিফিং প্যারেড ও নির্বাচনী মালামাল বিতরণ করা হয়েছে।

৬ জানুয়ারী শনিবার বেলা ১১ টায় চিরিরবন্দর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসন ও চিরিরবন্দর থানার আয়োজনে ব্রিফিং প্যারেডে বক্তব্য রাখেন সহকারি রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার একেএম শরীফুল হক, থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল হাসনাত খান।
এসময় ৭৮ টি কেন্দ্রের সকল প্রিজাইডিং অফিসার, সহকারি প্রিজাইডিং অফিসার, পুলিশ, আনসারগণ উপস্থিত ছিলেন। ব্রিফিং শেষে উপজেলা নির্বাচন অফিস থেকে নির্বাচনী মালামাল বিতরণ করা হয়। স্ব স্ব প্রিজাইডিং অফিসারগণ তাদের মালামাল কেন্দ্রে নিয়ে যান।

১২৭ Views
CATEGORIES
Share This

COMMENTS