রবিবার, ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

বিরামপুরে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

বিরামপুরে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

আব্দুর রাজ্জাক, বিশেষ প্রতিনিধি- জনতা ব্যাংক পিএলসি’র পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও বিজিএমইএ ফ্যাশন এন্ড টেকনোলজি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এসএম মাহফুজুর রহমান ডাবলু এর উদ্যোগে এবং দিনাজপুর দক্ষিণাঞ্চল উন্নয়ন ফোরাম (দিদউফ) এর সহযোগিতায় পাঁচশত হতদরিদ্র গরীব শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

৫ জানুয়ারি ২০২৪ শুক্রবার সকাল ১০ টায় বিরামপুর ইসলামপাড়ায় রোজ কিন্ডারগার্টেন স্কুলে কম্বল বিতরণ করা হয়।

এতে উপস্থিত ছিলেন জনতা ব্যাংক পিএলসি – বিরামপুর শাখার ব্যবস্থাপক দানেজ উদ্দিন, দিনাজপুর দক্ষিণাঞ্চল উন্নয়ন ফোরাম (দিদউফ) এর সাধারণ সম্পাদক লায়ন মোজাম্মেল হক, আঞ্চলিক কো-অর্ডিনেটর সাংবাদিক মাহমুদুল হক মানিক প্রমুখ।

প্রতি বছর ধারাবাহিকভাবে তাঁরা অত্রাঞ্চলের অসহায় গরীবদের মাঝে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম করেন। উল্লেখ যে, জনতা ব্যাংক পিএলসি’র চেয়ারম্যান ড. এসএম মাহফুজুর রহমান ডাবলু এর জন্মস্থান দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার মতিহারা গ্রামে। দিনাজপুর দক্ষিণাঞ্চল উন্নয়ন ফোরাম (দিদউফ) এর সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) মাসুদ আলি খান হাকিমপুর উপজেলার বোয়ালদাড় গ্রামে, দিদউফ এর সিনিয়র সহ- সভাপতি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্বদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডাঃ নজরুল ইসলাম একই উপজেলার খট্টা মাধবপাড়া ইউনিয়নের চকবিরভান গ্রামে এবং সাধারণ সম্পাদক লায়ন মোজাম্মেল হক বিরামপুর পৌরশহরের পুরাতন বাজার।

১২৫ Views
CATEGORIES
Share This