
বিরামপুরের ইসলামপাড়ায় ভার্চুয়ালি অফিস উদ্বোধন করলেন নৌকার প্রার্থী শিবলী

আব্দুর রাজ্জাক, বিশেষ প্রতিনিধি- আগামী ৭ জানুয়ারি আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৪ উপলক্ষে দিনাজপুর-৬ আসনে পরপর দুইবার বাংলাদেশ আওয়ামী লীগ দলীয় সমর্থন থেকে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর তৃতীয় বারের মতো দলীয় মনোনীত নৌকা মার্কার সংসদ সদস্য প্রার্থী প্রধান অতিথি শিবলী সাদিক বিরামপুর পৌর এলাকার ৪নং ওয়ার্ডের ইসলামপাড়ায় ২৪ ডিসেম্বর রবিবার বৈকালে মুঠোফোন কলের মাধ্যমে ভার্চুয়ালি তাঁর নির্বাচনি প্রচারণার অফিস উদ্বোধন করেছেন।
তাঁতী লীগের আহবায়ক বুলবুল আহমেদের সঞ্চালনায় ও মহিলা কলেজের অধ্যক্ষ মেসবাউল হক এর সভাপতিত্বে বিশেষ অতিথি ও অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন, পৌরমেয়র আককাস আলী, দিনাজপুর দক্ষিণাঞ্চল উন্নয়ন ফোরাম এর সাধারণ সম্পাদক লায়ন মোজাম্মেল হক, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি শীবেষ কুন্ডু, নাড়ু গোপাল কুন্ডু, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মনসুর আলম, উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক শান্ত কুমার কুন্ডু, সাবেক প্যানেল মেয়র ও কৃষক লীগের সাবেক সাধারণ সম্পাদক ওবায়দুল মিনহাজ, পুরোহিত নারায়ণ চট্টোপাধ্যায় প্রমুখ।
প্রার্থী এমপি শিবলী সাদিক ভার্চুয়ালি তাঁর বক্তব্যে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ও জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আগামী ৭ তারিখে আবারো নৌকা মার্কায় ভোট দেওয়ার জন্য সবার নিকট ভোট প্রার্থনা করেন।
৪৭ Views