রবিবার, ১৮ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

বিএনপি তাদের রাজনৈতিক অস্তিত্ব হারিয়ে ফেলেছে : নানক

বিএনপি তাদের রাজনৈতিক অস্তিত্ব হারিয়ে ফেলেছে : নানক

পজিটিভ বিডি ২৪ডট নিউজ (ঢাকা): বিএনপি স্বাধীনতা উত্তর বাংলাদেশের পূর্ব বাংলার সর্বহারা পার্টির মত গুপ্ত হত্যা শুরু করেছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও  ঢাকা- ১৩  আসনে নৌকার প্রার্থী জাহাঙ্গীর কবির নানক।
তিনি বলেছেন, বিএনপি তাদের রাজনৈতিক অস্তিত্ব হারিয়ে ফেলে স্বাধীনতা উত্তর বাংলাদেশের পূর্ব বাংলার সর্বহারা পার্টি যেভাবে গুপ্ত হত্যায় মজে গিয়েছিল সেই পথেই বিএনপি-জামায়াত রয়েছে। উৎসবের  নির্বাচনে বিএনপি বাধা সৃষ্টি করছে।
নানক আজ শনিবার রাজধানীর শেরে বাংলা নগরের আগারগাঁও, তালতলা ও শ্যামলী এলাকার  দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার গণসংযোগের সময়ে সাংবাদিকদের এ কথা বলেন।
শনিবার সকালে ২৮ নম্বর ওয়ার্ডের তালতলার সরকারি কলোনির  শতদল কমপ্লেক্স কোয়ার্টারের সামনে থেকে ৬ষ্ট দিনের প্রচারণা শুরু করেন নানক।
পরে পশ্চিম আগারগাঁওয়ের বিভিন্ন এলাকায় গণসংযোগ চালান তিনি। সেখান থেকে উত্তর শ্যামলী এলাকায় গণসংযোগ চালাল জাহাঙ্গীর কবির নানক।
জাহাঙ্গীর কবির নানক বলেন, আগামী ৭ জানুয়ারির নির্বাচনকে ঘিরে আমার নির্বাচনী এলাকাসহ সারা দেশে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে। এই ভোট উৎসবে দেশের মানুষ অংশগ্রহণ করেছে। এই উৎসবে মাতোয়ারা যখন দেশের মানুষ তখন বিএনপি-জামায়াত নির্বাচনে বাধা হয়ে দাঁড়িয়ে দেশের গণতন্ত্রকে হত্যা করতে চায়, দেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে বিপন্ন করতে চায়।
এ সময় ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আজিজুল হক রানা, ২৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ফোরকান হোসেন, ঢাকা মহানগর উত্তর যুবলীগের দপ্তর সম্পাদক কামরুজ্জামান কামরুলসহ শেরে বাংলা নগর থানার বিভিন্ন ওয়ার্ডের আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ, ছাত্র লীগের নেতা-কর্মীরা ওই গণসংযোগে অংশ নেন।

৩৪ Views
CATEGORIES
Share This

COMMENTS