শনিবার, ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

বাগেরহাটের মোরেলগঞ্জে সাইনবোর্ড-বগী আঞ্চলিক মহাসড়কে গাছ কেটে অবরোধ

বাগেরহাটের মোরেলগঞ্জে সাইনবোর্ড-বগী আঞ্চলিক মহাসড়কে গাছ কেটে অবরোধ

এস এম সাইফুল ইসলাম কবির. বাগেরহাট প্রতিনিধি : বিএনপি ও জামায়াতে ইসলামী ঘোষিত অবরোধের তৃতীয় দিনে বাগেরহাটের মোরেলগঞ্জে গাছ ফেলে সড়ক অবরোধ করা হয়। বৃহস্পতিবার ভোররাত ৪ টার দিকে সাইনবোর্ড-বগী আঞ্চলিক মহাসড়কের আমতলা এলাকায় গাছ কেটে সড়কে ফেলে যানবাহন চলাচলে বাঁধা সৃষ্টি করে বিএনপির নেতাকর্মীরা। এতে প্রায় ২ ঘন্টা স্বাভাবিক যান চলাচল ব্যাহত হয়।
খবর পেয়ে ভোর ৬ টার দিকেই স্থানীয়দের সহযোগিতায় গাছ অপসারণ করে যান চলাচল স্বাভাবিক করে দেয় থানা পুলিশ। পুলিশের উপস্থিতিতে বিএনপির পিকেটাররা পালিয়ে যায়।
এ বিষয়ে থানার ওসি মো. সাইদুর রহমান বলেন, কিছু লোক একটি গাছ কেটে রাস্তায় ফেলে গাড়ি চলাচলে বাঁধার চেষ্টা করে ব্যার্থ হয়েছে। ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি। সড়কে পুলিশের টহল রয়েছে। যানবাহন চলাচল স্বাভাবিক আছে। ##

৫৭ Views
CATEGORIES
Share This