
বিরামপুরে গাজা সেবনের দায়ে ৬জনের ৩মাসের কারাদন্ড

স্টাফ রিপোর্টার : দিনাজপুরের বিরামপুরে গাঁজা সেবন করার অপরাধে ৬জন সেবনকারীকে ৩মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
২৫ মে রবিবার সকালে শহরের পুরাতন জেলখানা এলাকা হতে তাদের আটক করা হয়। পরে বিরামপুর উপজেলা নিবার্হী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (ইউএনও) নুজহাত তাসনিম আওন ভ্রাম্যমাণ আদালত থেকে এ আদেশ দেন। বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মমতাজুল হক জানিয়েছেন- দন্ড প্রাপ্ত আসামীগন কে দিনাজপুর কারাগারে প্রেরন করেছেন।
দন্ডপ্রাপ্তরা হলেন, উপজেলার সুন্দরপুর গ্রামের মোজাম্মেল হকের ছেলে সোহেল রানা (৩৫, লুৎফর রহমানের ছেলে নুরুজ্জামান হিরো(৩২), মির্জাপুর এলাকার আব্দুল জলিলের ছেলে রাসেল (২৬), জোয়াল কামড়া এলাকার রফিকুল ইসলামের ছেলে রিমন বাবু (২৭), ইসলাম পাড়া এলাকার আলী হোসেনের ছেলে জাহাঙ্গীর আলম (২২), একই এলাকার শুকুর আলীর ছেলে জনি(২৫)।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, ২৫ মে রবিরার সকালে বিরামপুর থানার অফিসার এনচার্জ (ওসি) উপজেলার বিভিন্ন স্থানে মাদক বিরোধী অভিযান চালায়। এসময় পৌরশহরের পুরাতন জেলখানা এলাকায় গাঁজা সেবন করার সময় হাতে নাতে ৬ জন কে আটক করা হয়। উপজেলা নিবার্হী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউএনও ঘটনাস্থলে উপস্থিত হয়ে ৬ জনকেই ৩ মাসের বিনাশ্রম কারাদন্ডাদেশ দেন।
বিরামপুর থানার অফিসার ইনচার্জ ওসি মমতাজুল হক জানান, দন্ডপ্রাপ্তদের দিনাজপুর জেল আজতে পাঠানো হয়েছে। অপরাধ দমনে বিরামপুর থানা পুলিশের অভিযান অব্যাহত রাখবেন।
৩১ Views