সোমবার, ২৬শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ

অধ্যাদেশ নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা: সময়ের প্রয়োজনে অনেক কিছুই পরিবর্তন হয়

অধ্যাদেশ নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা: সময়ের প্রয়োজনে অনেক কিছুই পরিবর্তন হয়

পজিটিভ বিডি নিউজ ২৪ডট কম  (ঢাকা): সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫এর খসড়ার বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন,  যেটা যে সময় দরকার পড়ে, সেই সময় সেটা করা হয়

তিনি আজ রোববার পবিত্র ঈদউল আযহা উপলক্ষে কোরবানির পশুর হাট কাঁচা চামড়ার সুষ্ঠু ব্যবস্থাপনা সংক্রান্ত সভা এবং আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কথা বলেন

গত ২২ মে উপদেষ্টা পরিষদের বৈঠকেসরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। নিয়ে সচিবালয়ে বিক্ষোভ করছেন কর্মকর্তাকর্মচারীরা

সভা শেষে সাংবাদিকরা জানতে চান সরকারি কর্মচারী অধ্যাদেশ নিয়ে সচিবালয়ে কর্মচারীরা বিক্ষোভ করছেন। তাদের দাবিদাওয়া নিয়ে কি ভাবছেন? জবাবে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘যে আইনটা হচ্ছে এটা ২০১৮ সালে সংশোধন হয়েছে, আওয়ামী লীগ সরকার একটা সংশোধন করে ইলেকশনটা যাতে ম্যানিপুলেট করতে পারে, ওইরকম কিছু কিছু সংশোধন করেছিল। ওই সংশোধনটা শুধু বাদ দেওয়া হয়েছে। আগে আইনটি যে রকম ছিল ওটাই করা হয়েছে। তারপরও যদি তাদের কোনোরকম  আপত্তি থাকে, তারা আলোচনা করতে পারেন, কেবিনেট ডিভিশন কিংবা জনপ্রশাসন মন্ত্রণালয়ে। আলোচনা করে সমস্যাটা সমাধান করে নেবেন।

কেন সময়ে অধ্যাদেশ করা জরুরিএক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এটার ব্যাখ্যা তো আমি দিতে পারব না, কেন এটা দিতেছে। সময়ের প্রয়োজনে অনেক কিছুই পরিবর্তন হয়

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘২০১৮ সালে (আইনটা) পরিবর্তন হয়েছে। এখন আবার একটু সংশোধন হয়েছে। এটা তো সে রকম কিছু না।

আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভায় কোন বিষয়ে আলোচনা হয়েছে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন,  আসন্ন ঈদউল আযহার সময় যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকে, মানুষ যাতে নিরাপদে চলাচল করতে পারে সে ব্যাপারে সংশ্লিষ্টদের নির্দেশনা দেয়া হয়েছে

Views
CATEGORIES
Share This

COMMENTS