সোমবার, ২৬শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ

সিলেট-মৌলভীবাজার সীমান্ত দিয়ে ১৫৩ জনকে পুশ-ইন করেছে বিএসএফ

সিলেট-মৌলভীবাজার সীমান্ত দিয়ে ১৫৩ জনকে পুশ-ইন করেছে বিএসএফ

পজিটিভ বিডি নিউজ ২৪ডট কম (সিলেট): সিলেট ও মৌলভীবাজারের সীমান্ত দিয়ে ১৫৩ জনকে বাংলাদেশে পুশ-ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। সীমান্ত দিয়ে প্রবেশের সময় তাদের আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রোববার বিজিবি-৫২ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসান বাসস’কে বলেন, আমরা সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলার নয়াবাজার সীমান্ত থেকে ৩২ জন,  লাতু সীমান্ত থেকে ৭৯ জন এবং মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার পাল্লাথল সীমান্ত থেকে ৪২ জনকে আটক করেছি।

আটক সবাইকে জিজ্ঞাসাবাদের পর তাদের বাংলাদেশি নাগরিক পরিচয় শনাক্ত করা গেছে বলে জানান তিনি।

লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসান বলেন, ১৫৩ জনের মধ্যে ৫১ জন শিশু, ৪৯ জন পুরুষ এবং বাকিরা নারী। তাদের বিয়ানীবাজার এবং বড়লেখা থানায় হস্তান্তর করা হয়েছে।

২৫ Views
CATEGORIES
Share This