রবিবার, ২৫শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল ম্যাচ পরিচালনা করবেন যারা

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল ম্যাচ পরিচালনা করবেন যারা

পজিটিভ বিডি নিউজ ২৪ডট কম  (ঢাকা): আগামী ১১ জুন ইংল্যান্ডের ঐতিহাসিক লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে টেস্ট চ্যাম্পিয়নশিপ তৃতীয় আসরের (২০২৩-২৫) ফাইনালে মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। ফাইনাল ম্যাচ পরিচালনার জন্য কর্মকর্তাদের নাম ঘোষণা করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

ফাইনালে অন-ফিল্ড আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন নিউজিল্যান্ডের ক্রিস গাফানি ও ইংল্যান্ডের রিচার্ড ইলিংওর্থ।

এই নিয়ে টানা তৃতীয়বারের মত টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে দায়িত্ব পালন করে ইতিহাস গড়বেন ইলিংওর্থ। এর আগে ২০২১ ও ২০২৩ আসরের ফাইনালে অন-ফিল্ড আম্পায়ার ছিলেন তিনি। আইসিসির বর্ষসেরা আম্পায়ার নির্বাচিত ইলিংওর্থ ২০২৪ সালে চতুর্থবারের মত ডেভিড শেফার্ড ট্রফি জিতেছিলেন।

গত বছর আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালেও আম্পায়ারের দায়িত্ব পালন করেছিলেন ইলিংওর্থ ও গাফানি। এছাড়া ২০২৩ সালে টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় আসরের ফাইনালে আম্পায়ার ছিলেন গাফানি। ঐ আসরের ফাইনাল খেলেছিল ভারত ও অস্ট্রেলিয়া।

ফাইনালে টিভি আম্পায়ার হিসেবে থাকছেন ইংল্যান্ডের রিচার্ড কেটলবরো। গত ওয়ানডে বিশ্বকাপ ও আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ম্যাচ অফিসিয়াল তালিকায় ছিলেন তিনি।

চতুর্থ আম্পায়ারের দায়িত্ব পালন করবেন ভারতের নিতিন মেনন। এই প্রথমবারের মত টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ম্যাচ অফিসিয়ালদের সাথে থাকছেন তিনি।

ফাইনালে  ম্যাচ রেফারির দায়িত্ব দেয়া হয়েছে ভারতের জাভাগাল শ্রীনাথকে।

এবারই প্রথমবারের মতো টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে খেলছে দক্ষিণ আফ্রিকা। ইতোমধ্যে ফাইনালের জন্য নিজ-নিজ দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা।

১০ Views
CATEGORIES
Share This

COMMENTS